এদিন গুয়াহাটিতে ম্যাচ শুরু হওয়ার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ফেলে অস্কার ব্রুজোর দল। ম্যাচের গোলদাতা জেমি ম্যাকলারেন। খেলার শুরু ২ মিনিটের মধ্যেই গোল করে মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এরপর ম্যাচের প্রথমার্ধে আরও একাধিক গোলের সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি মোহনবাগান।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তবে কয়েকটি বাদে সেভাবে আক্রমণ দানা বাঁধেনি। দুই দলই বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও আর গোল আসেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বাগানের আক্রমণ রুখতে গিয়ে ফাউল করে ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখেন। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠে ছাড়ে মোলিনার ছেলেরা।
আরও পড়ুনঃ সব প্রতীক্ষার অবসান! হয়ে গেল ভারতের দল ঘোষণা, কে থাকল আর কে পড়ল বাদ? জানুন বিস্তারিত
এদিন জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বর জায়গা ধরে রাখল মোহনবাগান। ১১ নম্বর স্থানেই থাকল লাল-হলুদ। এই নিয়ে আইএসএলে দশবার মুখোমুখি হয়েছিল দুই প্রধান। তার মধ্যে নয়বার জিতল মোহনবাগান। এখনও জয়ের মুখ দেখলো না, ইস্টবেঙ্গল। একবার ড্র।