TRENDING:

Mohun Bagan Canteen : আধুনিকতার যুগেও মোহনবাগানের নতুন ক্যান্টিনের খাবার জিভে জল আনবে !

Last Updated:

Mohun Bagan athletic Club New canteen has delicious dishes for football fans. ফুটবল প্রেমীদের রসনা তৃপ্তিতে প্রস্তুত নতুন মোহনবাগান ক্যান্টিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহনবাগান ক্যান্টিনের মেনু চার্ট
মোহনবাগান ক্যান্টিনের মেনু চার্ট
advertisement

আরও পড়ুন - Durand cup : বিদেশি স্টাইলে ১৩১ তম ডুরান্ড কাপের ট্রফি ট্যুর ! ১৬ আগস্ট হবে নীরবতা পালন

মোহনবাগানের কর্মকর্তারা এবার নতুন ভাবে ঢেলে সাজাচ্ছেন ক্লাব তাঁবু। এক বিখ্যাত ডিজাইনারকে দিয়ে আগেই মেরামত করা হয়েছে ক্লাবের ভেতর। চুনি গোস্বামীর নামে গেট আর পিকে বন্দোপাধ্যায়ের নামে ড্রেসিংরুম হচ্ছ। প্রেস বক্সে এয়ার কুলার বসানো হচ্ছে। পাশাপাশি তৈরি হচ্ছে VIP-দের জন্য আলাদা খেলা দেখার ঘর।

advertisement

এবার শুধুমাত্র চিকেন স্টু কিংবা ঘুগনি নয়, এবার থেকে এই ক্যান্টিনে এগ রোল এবং চিকেন রোলও আপনি খেতে পারবেন। রয়েছে চাউমিনের মধ্যে বিভিন্ন প্রকারভেদও। শুধুমাত্র এখানেই শেষ নয়। পরোটা, আলুর দম থেকে শুরু করে বিভিন্ন রকমের চপ, অমলেট, মাংসের কারি, বিভিন্ন রকমের থালির ব্যবস্থাও রয়েছে এই ক্লাব ক্যান্টিনে।

কাজুদা অর্থাৎ ক্যান্টিনের মালিক জানিয়েছেন আধুনিকতার যুগেও যতটা সম্ভব কম রাখা হয়েছে খাবারের দাম। কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে নতুন মেনু যোগ করা হয়েছে। অতীতে গঙ্গাপাড়ের ক্লাবের খাবার অনুশীলনের আগে বা পরে থাকত ফুটবলার ও কোচদের মেনুতে। এবার দেখার এই নতুন দল মোহনবাগান ক্যান্টিনের খাবার সম্পর্কে কেমন প্রতিক্রিয়া আসে।

advertisement

তবে রান্নার গুণগত মানে এবং স্বাদে কোনও কসুর করা হয়নি জানিয়েছেন ক্যান্টিন মালিক। পাশাপাশি ঝা চকচকে ক্যান্টিন, শীততাপ নিয়ন্ত্রিত করে রাখা হয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan Canteen : আধুনিকতার যুগেও মোহনবাগানের নতুন ক্যান্টিনের খাবার জিভে জল আনবে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল