TRENDING:

Durand cup : জয়ের হ্যাটট্রিক, সহজেই ডুরান্ড কাপের নক আউটে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং

Last Updated:

Mohammedan sporting beats Indian Air Force and qualifies for Durand Cup knockout. জয়ের হ্যাটট্রিক, ডুরান্ড কাপের নক আউটে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহামেডান স্পোর্টিং -২
দুর্দান্ত খেললেন জোসেফ এবং প্রীতম
দুর্দান্ত খেললেন জোসেফ এবং প্রীতম
advertisement

ইন্ডিয়ান এয়ার ফোর্স -০

#কলকাতা: এবারের ডুরান্ড কাপ মহমেডান স্পোর্টিং ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজেদের আলাদা একটা প্রমাণ করার তাগিদ আছে সেটা বোঝা যাচ্ছে। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয়, তারপর জামশেদপুরকে তিন গোল। আজ ইন্ডিয়ান এয়ার ফোর্স এর বিরুদ্ধে আবার একটা জয়। শতবর্ষ প্রাচীন টুর্নামেন্টে মহমেডানের দাপট অব্যাহত। এদিন গোলটি করেন ডিফেন্ডার ওসমান। এ

advertisement

কটি কর্নার থেকে বল ভেসে এলে প্রীতম সিং সেই বল বাড়ান অভিষেককে। তার ক্রস ওসমানের মাথায় লেগে জালে জড়িয়ে যায়। দেখার মতো গোল। তবে আজ প্রচুর সুযোগ হারিয়েছে সাদাকালো ব্রিগেড। রাহুল পাসওয়ান, মারকস জোসেফ, ফয়েজরা একের পর এক সুযোগ মিস করতে থাকেন। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণের তেজ সেভাবে ছিল না।

advertisement

দ্বিতীয়ার্ধে কিন লুইসকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিল মহমেডান। কিন্তু কিছুতেই কাজের কাজ করতে পারছিল না চের্ণিশভের ছেলেরা। ৮৫ মিনিটে ওসমানের হেড আবার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু এক মিনিট পরেই সেই জোসেফের ক্রস থেকে হেডে ২-০ করেন রাহুল পাসওয়ান।

অনেক সহজ সুযোগ হারানোর শাপ মুক্তি ঘটালেন শেষ পর্যন্ত। ম্যাচ শেষে মহমেডানের রাশিয়ান কোচ জানালেন ছেলেদের খেলায় সম্পূর্ণ খুশি নন তিনি। এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নেমেছে তার দল। তাই এত গোলের সুযোগ মিস হলে চলবে না। কারণ নক আউটে এরপর আরো কঠিন লড়াই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বেঙ্গালুরু এফসির বিপক্ষে সম্ভবত খেলতে হবে মহমেডানকে। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি কঠিন হতে চলেছে। এদিনও গোল না পেলেও মার্কোস জোসেফ অসাধারণ ফুটবল খেলেন। সব মিলিয়ে ডুরান্ড কাপে জয়ের হ্যাটট্রিক করে নকআউটে পৌঁছে গেল মহমেডান।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Durand cup : জয়ের হ্যাটট্রিক, সহজেই ডুরান্ড কাপের নক আউটে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল