বলিউড সিনেমার অন্যতম সর্বকালীন সুপারহিট গানের মধ্যে অন্যতম ‘‘সজনা হ্যায় মুঝে সজনা কে লিয়ে’’ গান৷ সেই গানই নিজের সাজগোজের ভিডিও -র ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছেন৷ সুন্দরী হাসিনের (Hasin jahan) সাজসজ্জার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই তা ভাইরাল (Viral Video) ৷ দেখে নিন মহম্মদ শামির স্ত্রী-র সেই শৃঙ্গার রাগের ভিডিও৷
এদিকে হাসিন যখন ভিডিও পোস্টে ব্যস্ত তখন মহম্মদ শামি ভারতীয় দলের জার্সিতে সংযুক্ত আরব আমিরশাহিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত৷
আরও পড়ুন - Job Vacancy: Bank of India Recruitment 2021: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে, জেনে নিন
এর আগে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সঙ্গে তাঁর এখনও সরকারিভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। মহম্মদ শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন জাহান। মহম্মদ শামি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত, এমনই অভিযোগ করেছিলেন তিনি। আর মহম্মদ শামির বাড়ির লোকজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, মারধর, খুনের হুমকির অভিযোগ করেছিলেন তিনি। মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের এই ঝামেলার ব্যাপারে কে না জানে! তাঁরা দুজন এখন আলাদা থাকেন। হাসিন মেয়েদের নিয়ে থাকেন। মাঝে মধ্যেই তাঁকে সোশ্যাল সাইটে একের পর এক ভিডিও পোস্ট করতে দেখা যায়।
কখনো তিনি নিজের নাচের ভিডিও শেয়ার করেন। কখনও আবার মেয়ের ভিডিও শেয়ার করেন। আর এইসব ভিডিও শেয়ার করার পর ব্যাপক সমালোচনার মুখেও পড়েন হাসিন। তবে তিনি সেসব খুব একটা পাত্তা দেন না। নিজের মতোই চলেন।