নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করেছেন৷ হাসিনের এই ভাইরাল ভিডিও (Viral Video) কিছু ফ্যান উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ আবার কিছু মানুষ একেবারে অশ্লীল ভাষায় ট্রোল করেছেন৷ যাঁরা হাসিনকে নিন্দে করেছেন তাঁরা একদিকে তাঁকে যেমন যা খুশি বলেছেন ঠিক তেমনিই মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে হাসিন জাহানের (Hasin Jahan) সম্পর্ক নিয়েও লোকে নক্কারজনক কথা বলেছেন৷
advertisement
হাসিন জাহান (Hasin Jahan) কিছুদিন আগেই সুইমিং পুলে নিজের ছবি দিয়ে নেটিজেনদের কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷
আরও পড়ুন - IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর...
নতুন এই ভিডিওতে হাসিন জাহান নিজের পায়ের ওপর ক্যামেরা জুম করে রেখেছেন৷ পাশাপাশি তাঁর অনাবৃত পিঠ দেখতে পাওয়া যাচ্ছে৷ মাথার ওপর দিয়ে ভিডিওতে একেবারে লাস্যময়ীর শরীর সঞ্চলনা রয়েছে বিছানার ওপর৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
এই ভিডিওতে কেউ কেউ কমেন্ট করেছেন, ‘‘এই দেখে মনে হচ্ছে মহম্মদ শামি যা সিদ্ধান্ত নিয়েছেন তা একদম ঠিক৷ ’’, কেউ আবার লিখেছেন, ‘‘কুছ উপর ভি পহেন লেতি৷’’ কেউ কেউ আবার মডেল হিসেবে তাঁর রূপ সৌন্দর্য্যের জন্য প্রশংসা করেছেন৷ ভিডিওতে তাঁর হাসিতেও মজেছেন তাঁরা৷
আরও পড়ুন - Hasin Jahan: কখনও পুলে শরীর ডুবিয়ে, কখনও আবার পুলের ধারে লাস্যময়ী, Viral সব Photos
কয়েক বছর আগে হাসিন জাহান (Hasin Jahan) ও মহম্মদ শামির ( Mohammed Shami) বিয়ে হয়েছিল৷ কিন্তু তার কয়েক বছরের মধ্যেই তাঁরা এক অপরের সঙ্গ ছেড়ে দেন৷ শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন হাসিন জাহান৷ কিন্তু এখনও তাঁদের ডিভোর্স হয়নি৷
বিয়ের কয়েক বছর আগে মহম্মদ শামি-র স্ত্রী অভিযোগ করেছিলেন তাঁর স্বামীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে৷ পাশাপাশি স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধেও বধূ নির্যাতনের অভিযোগ করেন৷ কিন্তু শামির বহুগামিতার কোনও আধিকারিক প্রমাণ তিনি দেননি৷
কলকাতার মেয়ে হাসিন জাহান (Hasin Jahan) ২০১৪ সালে ৭ এপ্রিল মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে বিয়ে করেছিলেন৷ তাঁদের একটি মেয়েও রয়েছে৷