উত্তর প্রদেশের নিজের গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ শামি বলেন,”এমন কোনও কাজ খারাপ সময়ে দলের ক্রিকেটারদের মনের জোর অনেক বাড়ায়। ফাইনাল হারার পর প্রধানমন্ত্রী যখন আমাদের সঙ্গে কথা বলেন, সাহস বাড়ান তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। ফাইনাল হারের পর আমরা ভেঙে পড়েছিলাম। প্রধানমন্ত্রীর আমাদের ঘুড়ে দাঁড়াতে সাহায্য করে। এই অভিজ্ঞতা অন্য ধরনের অনুভূতি ছিল।”
advertisement
প্রসঙ্গত, টিম ইন্ডিয়া ফাইনাল হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায রোহিত শর্মা ও বিরাট কোহলির হাত ধরে সান্ত্বনা দিচ্ছেন তিনি। এছাড়া রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন তিনি। শামি বুকে জড়িয়ে ধরে প্রশংসা করেন মোদী। কথা বলেন অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও। প্রধানমন্ত্রীর এহেন ব্যবহারে যে শামির মন ছুঁয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 6:59 PM IST