TRENDING:

বাবর - রিজওয়ানদের আটকাতে পারবেন ভারতের শামি? নিশ্চিত নন প্রাক্তন ভারতীয় তারকা

Last Updated:

Mohammed Shami may not be the perfect replacement for Jasprit Bumrah says Suresh Raina. বিশ্বকাপে বুমরাহর জায়গায় সফল হবেন শামি? নিশ্চিত নন প্রাক্তন ভারতীয় তারকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: মহম্মদ শামির একটা ওভার যেভাবে বদলে দিয়েছিল প্রস্তুতি ম্যাচের ভাগ্য, সেটা দেখে উচ্ছ্বসিত প্রত্যেকে। অভিজ্ঞতার দাম কাকে বলে সেটা প্রমাণ করেছেন শামি। দেখে মনেই হয়নি তিনি এতদিন দলের বাইরে ছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি নিজেকে প্রমাণ করতে কতটা মরিয়া প্রমাণিত হয়েছে। কিন্তু ওই একটা ওভার দেখেই শামিকে পাকিস্তান ম্যাচে খেলানো উচিত কিনা উঠেছে প্রশ্ন।
পাকিস্তান ম্যাচে শামিকে খেলানো নিয়ে দ্বিমত
পাকিস্তান ম্যাচে শামিকে খেলানো নিয়ে দ্বিমত
advertisement

আরও পড়ুন - বোর্ড চালানোর অভিজ্ঞতা কোথায় জয় শাহের! ভারত-পাক ক্রিকেট নিয়ে অমিত-পুত্রকে নিশানা আফ্রিদির

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত পরশু ম্যাচের পর রোহিত শর্মাসহ ভারত দলের সবার মুখে ছিল হাসি। অবশ্যই এর একটি কারণ, ম্যাচ জয়। তবে এর চেয়েও মনে হয় ভারতীয়রা বেশি খুশি হয়েছে মহম্মদ শামির পারফরম্যান্সে। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচটিতে এক ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শামি।

advertisement

চোটের কারণে যশপ্রীত বুমরা ছিটকে গেছেন ভারতের বিশ্বকাপ দল থেকে। তাঁর জায়গায় দলে এসেছেন আরেক ফাস্ট বোলার শামি। কয়েক দিন আগেই তিনি করোনা থেকে সেরে উঠেছেন। করোনা থেকে সেরে ওঠার পর এটিই ছিল শামির প্রথম ম্যাচ। এ ম্যাচে ভাল পারফর্ম করে ভারতীয়দের মনে আশারও সঞ্চার করেছেন।

তবে শামি যতই ভাল পারফর্ম করুন না কেন, বুমরার যোগ্য বিকল্প কি বিশ্বকাপে হতে পারবেন তিনি? এই প্রশ্নটা তুলেছেন খোদ ভারতেরই প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না। সেই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান, হাতে ছিল ৪ উইকেট। অসাধারণ বোলিং করে শামি অস্ট্রেলিয়াকে জিততে দেননি।

advertisement

শামির প্রথম দুই বলে দুটি ডাবলস নেন অস্ট্রেলিয়ার কামিন্স ও জশ ইংলিস। পরের বলেই কামিন্সকে ফেরান শামি। চতুর্থ বলে রানআউট হয়ে ফেরেন অ্যাস্টন অ্যাগার। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে ইংলিস ও কেন রিচার্ডসনকে। শামির এমন পারফরম্যান্সের পরও রায়না বলেছেন, আমি তাকে বুমরার যোগ্য বিকল্প বলব না।

advertisement

কারণ, আপনি যশপ্রীত বুমরা বা রবীন্দ্র জাদেজার বিকল্প পাবেন না। তারা ভারতের হয়ে ধারাবাহিকভাবে খেলে পারফর্ম করেছে। তবে বুমরা ছিটকে পড়ার পর ভারতের হাতে থাকা ফাস্ট বোলারদের মধ্যে শামিই সবচেয়ে এগিয়ে আছেন বলেও মনে করেন রায়না, শামি ভালো করে আসছে, সে ছন্দেও আছে।

এবারের বিশ্বকাপে দল ১৫ দিন আগে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে বিসিসিআইয়ের প্রশংসাও করেছেন রায়না। শামি নিজের আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারলে এবং টিম ম্যানেজমেন্টর সামান্যতম সাহায্য পেলে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তবে সুরেশ রায় না যাই বলুন, মহম্মদ শামি পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন সেটা একপ্রকার নিশ্চিত। শেষবার বিশ্বকাপে অবশ্য দুবাইয়ে বাবর এবং রিজওয়ান প্রচুর মার মেরেছিলেন ভারতকে। বাদ যাননি শামিও। এবার তাই তার বুঝে নেওয়ার পালা।

বাংলা খবর/ খবর/খেলা/
বাবর - রিজওয়ানদের আটকাতে পারবেন ভারতের শামি? নিশ্চিত নন প্রাক্তন ভারতীয় তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল