TRENDING:

অমিতের আতসবাজিতে দিওয়ালিতে পুড়ে ছাই কিউইরা ! সিরিজ ভারতের

Last Updated:

ভারত: ২৬৯/ ৬ ( ৫০ ওভার), নিউজিল্যান্ড: ৭৯ ( ২৩.১ ওভার) ভারত জয়ী ১৯০ রানে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ২৬৯/ ৬ ( ৫০ ওভার)
advertisement

নিউজিল্যান্ড: ৭৯ ( ২৩.১ ওভার)

ভারত জয়ী ১৯০ রানে ৷

সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল ভারত ৷

#বিশাখাপত্তনম: সিরিজ নির্ণায়কের মতো হাইভোল্টেজ ম্যাচে ২৬৯ রানের পুঁজিটা কখনই যথেষ্ট ছিল না ৷ বিশাখাপত্তনমের স্লো উইকেটে কোনওক্রমে টেনেটুনে এদিন এই রানটাই করতে পেয়েছিল ধোনির ভারত ৷ ওপেনার রোহিত শর্মা (৭০), বিরাট কোহলি (৬৫) এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৪১) বাদে এদিন বলার মতো রান পাননি প্রায় কেউই ৷ ধোনি আউট হওয়ার পর রানের গতি আরওই কমে যায় ভারতের ৷ ভারতকে ২৬৯ রানে আটকে রেখে কিছুটা নিশ্চিন্ত ছিল নিউজিল্যান্ড শিবিরও ৷ কিন্তু এর কিছুক্ষণ পর যে তাঁদের মাথায় এমন বজ্রাঘাত হতে চলেছে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি উইলিয়ামসনরা ৷ রান তাড়া করে জেতার মতো নূন্যতম লড়াইটুকুও এদিন দিতে করতে পারেননি কোনও কিউই ব্যাটসম্যানই ৷ ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ৭৯ রানেই গুড়িয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস ৷ দীপাবলিতে দেশবাসীকে টিম ইন্ডিয়ার এমন দুর্দান্ত একটা সিরিজ জয় উপহার দেওয়া সম্ভব হল শুধুমাত্র একজনের জন্যই ৷ তিনি অমিত মিশ্র ৷ ৬ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি ৷ ম্যান অফ দ্য ম্যাচ স্বভাবতই তাঁকে ছাড়া আর কাউকে বাছাই করা সম্ভব ছিল না এদিন ৷  পাশাপাশি সিরিজে ১৫টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারও গিয়েছে মিশ্রর দখলেই ৷

advertisement

‘দেবকী’, ‘সুজাতা’, ‘সরোজ’, ‘পূর্ণিমা’, ‘মন্দাকিনি’, ‘তারা’, ‘প্রীতিবেন’-- টিম ইন্ডিয়ার জার্সিতে এই নাম দেখে আজ ম্যাচের শুরুতে চমকেই গিয়েছিল বিশ্ব ক্রিকেট। আসলে এটা নতুন ভাবনা। যে ভাবনা ক্রিকেট মাঠে ভেবে দেখাল ধোনির ভারত। এ দেশের এক বেসরকারি সম্প্রচার সংস্থার নতুন ক্যাম্পেন ‘নয়ি সোচ’। যার প্রচার করছেন স্বয়ং অধিনায়ক ধোনি, রাহানে এবং বিরাট। আলোর উৎসবের দিনে তা বাস্তবে করে দেখাল টিম ইন্ডিয়া। তাঁদের জার্সিতে ফুটে উঠল সব ক্রিকেটারের মায়ের নাম। আর এই বিশেষ দিনেই বল হাতে কামাল করলেন ভারতীয় বোলাররা ৷ নিউজিল্যান্ডের ইনিংস স্থায়ী হল মাত্র ২৩.১ ওভার ৷ যার মধ্যে মাত্র ৯ ওভারই বল করার সুযোগ পেলেন ভারতের দুই পেসার উমেশ এবং বুমরাহ ৷ দু’জনে একটা করে উইকেট নিলেও কিউইদের বাকি আটটা উইকেটই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন ভারতীয় স্পিনাররা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান অধিনায়ক কেন উইলিয়ামসনের (২৭) ৷ দলের অধিকাংশ ব্যাটসম্যানই এদিন দু’অঙ্কের রানও পাননি ৷ গোটা সিরিজে দুই দলের মধ্যে সমান-সমান লড়াই দেখা গেলেও শেষ ম্যাচটা যে এতটা একপেশে হবে, সেটা হয়তো কেউই আশা করেননি ৷ ভারতীয় শিবিরে এখন উৎসবের হাওয়া ৷ ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে এখন বেশ কিছুটা সময় বাকি ৷ এখন তাই ধুমধাম করে বিরাটরা দিওয়ালি উপভোগ করতেই পারেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
অমিতের আতসবাজিতে দিওয়ালিতে পুড়ে ছাই কিউইরা ! সিরিজ ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল