TRENDING:

Mirabai Chanu: অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া মীরা কাঁদছেন! মোদির কাছে বিশেষ আবেদন

Last Updated:

মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই সাইখোম চানু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: টোকিও অলিম্পিকে ভারতকে গর্বিত করেছিলেন তিনি। তিনি ভারতের গর্ব। কিন্তু এখন কাঁদছেন মীরাবাই চানু। আমেরিকায় থেকে ট্রেনিং করছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য। কিন্তু মন পড়ে রয়েছে মণিপুরে। ভারতের মহিলা এবং পুরুষ দলের দুই ফুটবলারের পর এ বার মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই সাইখোম চানু।
মীরার মন পড়ে মণিপুরে
মীরার মন পড়ে মণিপুরে
advertisement

টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হিংসা থামানোর আবেদন করেছেন তিনি। তবে এত কিছুর পরেও চুপ ভারতীয় দলের ক্রিকেটারেরা। ভিডিয়োয় মীরাবাই বলেছেন, “মণিপুরে গত তিন মাস ধরে হিংসাত্মক কাজকর্ম চলছে। থামার কোনও নামই নেই। এই লড়াইয়ের ফলে অনেক খেলোয়াড় অনুশীলন করতে পারছেন না। ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। প্রচুর মানুষের জীবন গিয়েছে।

advertisement

অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি মণিপুরের মেয়ে। ওখানেই আমার বাড়ি। এখন আমি এশিয়ান গেমসের প্রস্তুতির কারণে আমেরিকায় রয়েছি। কিন্তু সব সময় ভাবি যে কখন এই লড়াই থামবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন, মণিপুরে যে লড়াই চলছে তা যত দ্রুত সম্ভব থামান এবং মণিপুরের মানুষকে বাঁচান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে মনিপুরের ফুটবলার জিকসন সিং এবং বালা দেবী একই আবেদন করেছিলেন। এখন দেখার মীরার আবেদন শুনে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য। যে রাজ্য ভারতকে একাধিক অ্যাথলিট উপহার দিয়েছে সেই রাজ্যে এতদিন ধরে চলা হিংসা সত্যিই দেশের কাছে লজ্জা। মীরার মন খারাপ তাই স্বাভাবিক।

বাংলা খবর/ খবর/খেলা/
Mirabai Chanu: অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া মীরা কাঁদছেন! মোদির কাছে বিশেষ আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল