TRENDING:

গত ৩০ বছরে এই প্রথমবার, নিউজিল্যান্ডের মাটিতে অভিনব রেকর্ড ময়াঙ্ক আগরওয়ালের

Last Updated:

গত ৩০ বছরে যা কোনও ভারতীয় করে উঠতে পারেননি ৷ সেটাই করতে সফল ময়াঙ্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েলিংটন: বেসিন রিজার্ভে বৃষ্টি-বিঘ্নিত টেস্টের প্রথম দিন ভারতীয় দলের জন্য দারুণ না কাটলেও এক অভিনব রেকর্ড গড়তে সফল ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৷ নিউজিল্যান্ডের মাটিতে এদিন ইতিহাস গড়লেন তিনি ৷ গত ৩০ বছরে যা কোনও ভারতীয় করে উঠতে পারেননি ৷ সেটাই করতে সফল ময়াঙ্ক ৷
advertisement

কী সেই রেকর্ড ? ১৯৯০ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে টেস্টের প্রথম সেশন কাটিয়েছিলেন মনোজ প্রভাকর। প্রভাকরের আগে কোনও ভারতীয় ওপেনার কিউয়িদের দেশে টেস্টের প্রথম সেশন অপরাজিত থাকতে পারেননি। সেই রেকর্ড শুক্রবার স্পর্শ করলেন ময়াঙ্ক আগরওয়াল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নেপিয়ারে ৩০ বছর আগের ওই ম্যাচে ওপেন করতে নেমে প্রভাকর করেছিলেন ৯৫ রান ৷ ২৬৮টি বল খেলে ওই রান করেছিলেন তিনি ৷ সেইসঙ্গে প্রথম সেশন পুরোটাই ক্রিজে থাকতে সফল হয়েছিলেন প্রভাকর ৷ বৃষ্টির জন্য সেই টেস্টের প্রথম দিন ও শেষ দিনের খেলা ধুয়ে গিয়েছিল। ফলে, ড্র হয়েছিল সেই টেস্ট। আগরওয়াল অবশ্য প্রথম সেশন অপরাজিত থেকে কাটিয়ে গেলেও প্রভাকরের মতো বড় রান পেলেন না। লাঞ্চের সময় তাঁর স্কোর ছিল ২৯। তবে লাঞ্চের পর খুব বেশিক্ষণ এদিন ক্রিজে আর থাকতে ব্যর্থ ময়াঙ্ক ৷ ৮৪ বল খেলে ৩৪ রান করে বোল্টের শিকার হন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
গত ৩০ বছরে এই প্রথমবার, নিউজিল্যান্ডের মাটিতে অভিনব রেকর্ড ময়াঙ্ক আগরওয়ালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল