এটা ঠিক হাটুতে সমস্যা থাকায় এবারে টুর্নামেন্টের প্রথম দিকে বল করতে দেখা যাবে না তাকে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন বেন। তবে চেন্নাই দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন টুর্নামেন্টের মাঝামাঝি একটু সুস্থ বোধ করলে বেন স্টোকস নিজের থেকেই বল করবেন। এ ব্যাপারে দলের ডাক্তার এবং ফিজিওরা খেয়াল রাখছেন।
আরও পড়ুন - Gujarat Titans: আবির্ভাবেই ছিল চমক, এবারও আইপিএলে ট্রফি ছাড়া কিছুই দেখছে না গুজরাত
advertisement
হেডেন মনে করেন এই প্রথম রাজস্থানের বাইরে অন্য ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলবেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের অনেক কিছু প্রমাণ করার আছে। আসলে ধোনি নিজে চান ভবিষ্যতে সিএসকের অধিনায়কত্ব সামলান বেন। তাই তার পেছনে অনেক টাকা লাগিয়েছে চেন্নাই। বিগ বেন যেমন সাহসী, তেমনই একার হাতে খেলা ঘুরিয়ে দিতে পারেন।
ইংল্যান্ডের একদিনের এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান ছিল সবচেয়ে বেশি। বড় ম্যাচের ক্রিকেটার। আসল সময় জ্বলে উঠতে জানেন। টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে নিজেকে আরও উন্নত করেছেন বেন। আইপিএলের ইতিহাসে বেন স্টোকসের দুটো সেঞ্চুরি এবং বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি আছে।
ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা কম নয়। মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছে চেন্নাই অনুশীলনে বেন স্টোকসের সঙ্গে আলাদা করে কথা বলতে। এতেই বোঝা যায় তিনি কতটা ভরসা করছেন ইংরেজ অলরাউন্ডারের ওপর। হেডেন জানিয়েছেন বেন স্টোকসকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা মহেন্দ্র সিং ধোনির থেকে ভাল কেউ জানেন না। তাই যদি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে বেন স্টোকস শেষ করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।