সচিনের স্মরণীয় ইনিংস বলতেই ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ২টি সেঞ্চুরি, ২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস ঝোড়ো ইনিংস, অস্ট্রেলিয়াসফরে গিয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি সহ আরও অসংখ্য ইনিংস স্মরণে আসে। তবে সম্প্রতি এক Reddit AMA সেশনে, যখন সচিনকে তার প্রিয় ইনিংস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি এর একটিকেও বাছেননি। সচিন নিজের প্রিয় ইনিংস হিসেবে বেছে নিয়েছেন, ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১০৩ রানের ইনিংসটিকে।
advertisement
২০০৮ সালের সেই চেন্নাই টেস্টে ইংল্যান্ড ভারতকে চতুর্থ ইনিংসে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য দেয়। তেন্ডুলকার ১৯৬ বল খেলে অপরাজিত ১০৩ রান করে ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ভারত ৪ উইকেট হাতে রেখেই এই রান তাড়া সম্পন্ন করে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা রান চেজগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুনঃ Rohit Sharma: হঠাৎই কেন বিদায় জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে? এত দিনে জবাব দিলেন রোহিত শর্মা!
এই ম্যাচটি শুধুই একটি ক্রিকেট ম্যাচ ছিল না। এটি অনুষ্ঠিত হয়েছিল ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার পর, যখন পুরো দেশ এক শোকাবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তেন্ডুলকারের এই ইনিংস শুধুমাত্র ক্রীড়া মানদণ্ডে নয়, জাতীয় আবেগ ও প্রতিক্রিয়ার দিক থেকেও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।