এই সামান্য ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট কর্তাদের ভাবলেই হাসি পায়। টিকিট নিয়ে বিতর্ক অবশ্য বাংলাদেশে প্রথম নয়। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ়ের একটি ম্যাচের টিকিটে ‘বাংলাদেশ’ বানানই ভুল ছাপা হয়েছিল। সেবার সংশ্লিষ্ট কর্মীদের উপর দায় চাপিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা।
এবার তারা জানিয়েছেন তারা খতিয়ে দেখবেন কার ভুলে এমন হয়েছে। পরের ম্যাচ থেকে তা শুধরে নেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে মিরপুরে বুধবার প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। প্রথম ব্যাট করে মাত্র ২০৯ রানে শেষ হয়ে গিয়েছিল ইনিংস।
advertisement
শান্ত এবং মাহমুদুল্লাহ ছাড়া কেউ বিশেষ রান করতে পারেননি। ইংল্যান্ড ডেভিড মালানের অপরাজিত শতরানে ম্যাচটি জিতে যায়। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম তিনটি এবং মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট নেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 8:16 PM IST