মেরি কম থেকে শুরু করে মিরা বাই চানু, কোথাজিত সিং হকি খেলোয়াড় থেকে শুরু করে ফুটবলের সানা সিং – মনিপুরের পরিস্থিতি নিয়ে ভারতের নামকরা অ্যাথলিটরা আগে থেকেই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করার। শান্তি ফেরানোর আর্জি জানিয়েছিলেন। এমন অবস্থায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করলেন মনিপুরী খেলোয়াড়দের জন্য তার সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
advertisement
মনিপুরের যত অ্যাথলিট এই মুহূর্তে ট্রেনিং করতে পারছেন না তারা নিজেদের পরিচয় পত্র দিয়ে চেন্নাইতে এলে সব ব্যবস্থা হয়ে যাবে। তিনি উদয় স্ট্যালিনকে পরিস্থিতি জানিয়ে রেখেছেন এবং তামিলনাড়ুর ক্রীড়া বিভাগ ব্যাপারটি সম্পর্কে ওয়াকিবহাল। তবে স্ট্যালিনের সমালোচনা করেছেন তামিলনাড়ুর বিজেপি মুখ আন্না মালাই।
তিনি জানিয়েছেন এসব করে নাম কেনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার মনিপুর নিয়ে ওয়াকিবহাল। এবার খেলো ইন্ডিয়া চেন্নাইতে হওয়ার কথা। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের উচিত এসব নিয়ে সময় নষ্ট না করে কাবেরী জলচুক্তি সমস্যার সমাধান করা।
তবে স্ট্যালিন জানিয়ে দিয়েছেন তার সরকার মনে করে বিপদের সময় মনিপুরের পাশে দাঁড়ানো উচিত। যে রাজ্য ভারতকে খেলাধুলায় এত সম্মান এনে দিয়েছে বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর নৈতিক কর্তব্য। তবে বিজেপি শিবির এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে।