TRENDING:

Manipur Violence: কঠিন সময় মনিপুরী অ্যাথলিটদের ট্রেনিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা তামিলনাড়ুতে!

Last Updated:

স্ট্যালিন জানিয়ে দিয়েছেন তার সরকার মনে করে বিপদের সময় মনিপুরের পাশে দাঁড়ানো উচিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: জ্বলছে মনিপুর। দুই সম্প্রদায়ের লড়াই কবে থামবে এবং কবে পরিস্থিতি স্বাভাবিকভাবে কেউ জানে না। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক খবরেও এখন মনিপুর। উত্তর পূর্ব ভারতের এই রাজ্য দীর্ঘদিন পর আবার হিংসার ঘটনায় শিরোনামে। বেশ কিছু সাধারন মানুষ যেমন প্রাণ হারিয়েছেন, তেমনই মনিপুরী অ্যাথলিটদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। ভারতকে খেলাধুলায় প্রচুর সম্মান এনে দিয়েছে মনিপুর।
মনিপুরী খেলোয়াড়দের পাশে তামিলনাড়ু
মনিপুরী খেলোয়াড়দের পাশে তামিলনাড়ু
advertisement

মেরি কম থেকে শুরু করে মিরা বাই চানু, কোথাজিত সিং হকি খেলোয়াড় থেকে শুরু করে ফুটবলের সানা সিং – মনিপুরের পরিস্থিতি নিয়ে ভারতের নামকরা অ্যাথলিটরা আগে থেকেই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করার। শান্তি ফেরানোর আর্জি জানিয়েছিলেন। এমন অবস্থায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করলেন মনিপুরী খেলোয়াড়দের জন্য তার সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

advertisement

মনিপুরের যত অ্যাথলিট এই মুহূর্তে ট্রেনিং করতে পারছেন না তারা নিজেদের পরিচয় পত্র দিয়ে চেন্নাইতে এলে সব ব্যবস্থা হয়ে যাবে। তিনি উদয় স্ট্যালিনকে পরিস্থিতি জানিয়ে রেখেছেন এবং তামিলনাড়ুর ক্রীড়া বিভাগ ব্যাপারটি সম্পর্কে ওয়াকিবহাল। তবে স্ট্যালিনের সমালোচনা করেছেন তামিলনাড়ুর বিজেপি মুখ আন্না মালাই।

তিনি জানিয়েছেন এসব করে নাম কেনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার মনিপুর নিয়ে ওয়াকিবহাল। এবার খেলো ইন্ডিয়া চেন্নাইতে হওয়ার কথা। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের উচিত এসব নিয়ে সময় নষ্ট না করে কাবেরী জলচুক্তি সমস্যার সমাধান করা।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

তবে স্ট্যালিন জানিয়ে দিয়েছেন তার সরকার মনে করে বিপদের সময় মনিপুরের পাশে দাঁড়ানো উচিত। যে রাজ্য ভারতকে খেলাধুলায় এত সম্মান এনে দিয়েছে বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর নৈতিক কর্তব্য। তবে বিজেপি শিবির এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Manipur Violence: কঠিন সময় মনিপুরী অ্যাথলিটদের ট্রেনিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা তামিলনাড়ুতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল