TRENDING:

জঘন্য খেলেই হার রেড ডেভিলসদের

Last Updated:

চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভালো হল না দুই ম্যাঞ্চেস্টারেরই৷ ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি মঙ্গলবার হেরে গেল লুই ফান গলের দল ইউনাইটেডও ৷ পিএসভির কাছে ২-১ হেরেই লিগ অভিযান শুরু করল রেড ডেভিলসরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আইন্দোভেন:  চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভালো হল না দুই ম্যাঞ্চেস্টারেরই৷ ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি মঙ্গলবার হেরে গেল লুই ফান গলের দল ইউনাইটেডও ৷ পিএসভি আইন্দোভেন-এর কাছে ২-১ হেরেই লিগ অভিযান শুরু করল রেড ডেভিলসরা ৷
advertisement

এদিন শুরু থেকেই ব্যাকফুটে ছিল গলের টিম ৷ চোটের জন্য এমনিতেই খেলতে পারেননি ম্যান ইউ অধিনায়ক ওয়েন রুনি ৷ ফলে ফরোয়ার্ডের ধার অনেকটাই কমে গিয়েছিল ৷ তার উপর আবার ম্যাচের ২৪ মিনিটে চোটের জন্য মাঠ ছাড়তে হয় দলের ডিফেন্ডার লুক শ-কে৷ ম্যাচের ৩৮ মিনিটে বাস্তিয়ান সোয়াইনস্টাইগারকে ফাউল করায় ফ্রি-কিক পায় ম্যাঞ্চেস্টার ৷ কিন্ত সেটাকে কাজে লাগাতে পারেনি গলের ছেলেরা ৷  এর তিন মিনিটের মধ্যেই  প্রাক্তন পিএসভির ফুটবলার মেম্ফিস ডিপের গোলে এগিয়ে যায় গলের ছেলেরা ৷ প্রথমার্ধের একেবারে শেষ ভাগে পিএসভি-কে সমতায় ফেরান মোরেনো৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলা থেকে হারিয়ে যায় ম্যান ইউ৷ যার সুযোগ পুরোপুরি নিতে সফল পিএসভি৷ ম্যাচের  ৫৭ মিনিটে নারসিংয়ের গোলই ম্যান ইউ’র কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
জঘন্য খেলেই হার রেড ডেভিলসদের