TRENDING:

Mamata Banerjee: বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়বে লা লিগা, মাদ্রিদ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়ও

Last Updated:

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে যে এবার 'খেলা হবে' সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। বাংলার ফুটবলের জন্য কোনও চমক থাকতে পারে বলে জানা গিয়েছিল সূত্র মারফত। অবশেষে বড়সড় সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদ্রিদ: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে যে ‘খেলা হবে’ সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। বাংলার ফুটবলের জন্য কোনও চমক থাকতে পারে বলে জানা গিয়েছিল সূত্র মারফত। অবশেষে বড়সড় সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাসের সঙ্গে বৈঠকের পর মমত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, খুব শীঘ্রই কলকাতায় ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে মাদ্রিদে শুধু খেলা হল না, খেলা জিতলেনও মুখ্যমন্ত্রী।
বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়বে লা লিগা
বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়বে লা লিগা
advertisement

লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়া  নিয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। বাংলার ফুটবলের ভবিষ্যেতের স্বার্থে এটি বড় সিদ্ধান্ত মনে করছেন বিশেষজ্ঞরা। লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর তরফ থেকেও জমি সহ অন্যান্য কোনও কিছুর সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের সঙ্গে লা লিগার কর্তৃপক্ষের ইতিবাচক বৈঠক হয়েছে। আলোচনার শেষে উভয় পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। কলকাতায় একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে লা লিগা কর্তৃপক্ষ। খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। আমাদের তরফ থেকে সব রকম সাহায্য করা হবে। কোনও সমস্যা হবে না। আমি শুধু চাই বাংলার ফুটবলের উন্নয়নে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক। সেখান থেকে মেসি ও রোনাল্ডোর মত প্লেয়ার তৈরি হোক।”

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের আগে প্লেয়ারদের জন্য নতুন নিয়ম জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া, না মানলে হবে শাস্তি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার আইকন তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাংলার ৩ প্রধান ক্লাব ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডানের কর্তারা। বৈঠক শেষে সৌরভ বলেন,”গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে। আপনারা শুধু একবার আসলে বুঝতে পারবেন কেন কলকাতা এই অ্যাকাডেমি গডে তোলার জন্য আদর্শ জায়গা।” এই চুক্তি হওয়াতে কতটা খুশি সৌরভ তাও জানান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mamata Banerjee: বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়বে লা লিগা, মাদ্রিদ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল