কয়েকদিন আগে শোনা যাচ্ছিল ভবিষ্যতে ভারতের কোচ হিসেবে তার নাম উঠে আসতে পারে। কিন্তু জয়বর্ধনে এমন কথা উড়িয়ে দিয়েছিলেন। আসলে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করবেন দেশটির প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
আরও পড়ুন - Virat Dhoni discussion : ঝড়ের মাঝেই ধোনির সঙ্গে কী নিয়ে আলোচনা কোহলির ?
advertisement
মূল পর্বে খেলার আগে প্রথম পর্বের বাধা টপটাতে হবে শ্রীলঙ্কাকে। জয়বর্ধনকে প্রথম পর্বের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জয়বর্ধনে বর্তমানে আইপিএলের দল মুম্বইয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের শেষ হওয়ার পরপর শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন এই লঙ্কান অধিনায়ক। প্রথম পর্বে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস।
জাতীয় দলের পর জয়বর্ধনে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে যুব দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যুব দলের পরামর্শক ও মেন্টরের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন লঙ্কান ক্রিকেটে প্রতিভার অভাব কখনই ছিল না। কয়েকদিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছিল লঙ্কা। যদিও শিখর ধাওয়ানের নেতৃত্বে তৃতীয় সারির দল পাঠিয়েছিল ভারত, তবুও হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, ধনঞ্জয় ডি সিলভা, শানাকাদের জয় কোনমতেই ছোট করা যায় না। জয়বর্ধনের কাজ বড় মঞ্চে ক্রিকেটারদের মানসিকতা এবং ফোকাস তৈরি করা।