TRENDING:

Mahanaaryaman Scindia : ২৮ বছর বয়সে দেশের ধনীতম ক্রিকেট কর্তা, থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে! রাজ্য ক্রিকেটের সভাপতি মন্ত্রীর ছেলে

Last Updated:

Mahanaaryaman Scindia- সিন্ধিয়া পরিবারের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকল। এই পদ অতীতে তাঁর পিতা ও ঠাকুরদাও সামলেছেন। বিশ্লেষকদের মতে, এটি মহানার্যমানের রাজনৈতিক সফরের সূচনা, যেমনটি তাঁর পূর্বসূরিদের ক্ষেত্রেও হয়েছিল। তাঁর বয়স ২৮।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দেশের কনিষ্ঠতম ক্রিকেট প্রশাসক তিনি! মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (MPCA) পেল নতুন সভাপতি। বড় দায়িত্ব মহানার্যমান সিন্ধিয়ার কাঁধে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র।
News18
News18
advertisement

সিন্ধিয়া পরিবারের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকল। এই পদ অতীতে তাঁর পিতা ও ঠাকুরদাও সামলেছেন। বিশ্লেষকদের মতে, এটি মহানার্যমানের রাজনৈতিক সফরের সূচনা, যেমনটি তাঁর পূর্বসূরিদের ক্ষেত্রেও হয়েছিল। তাঁর বয়স ২৮। এত কম বয়সেই মধ্যপ্রদেশ প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির শীর্ষ পদে মহানার্যমান সিন্ধিয়া।

উল্লেখ্য, ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কোনও প্রশাসক ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাননি। দেশের ধনীতম ক্রিকেট কর্তা এখন মহানার্যমান। তিনি গোয়ালিয়রের রাজপরিবারের সন্তান। পড়াশোনার শুরু দুন স্কুলে। ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন নিয়ে স্নাতক হন আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও পড়াশোনা করেছেন।

advertisement

একাধিক সরকারি এবং বেসরকারি সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন মহানার্যমান। ২০২২ সাল থেকে নিজের ব্যবসা শুরু করেন মহানার্যমান। ২০২২ সালে তিনি গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ পান। তাঁর উদ্যোগেই এ বছর থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগ।

আরও পড়ুন- গম্ভীরের চোখে ভারতের সবথেকে স্টাইলিস্ট ক্রিকেটার কে? কোহলি নাম নিলেন না ভারতীয় কোচ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সিন্ধিয়া পরিবার থাকে জয় বিলাস প্যালেসে। মহানার্যমান সেই ১৫ একর জায়গার উপর তৈরি ৪০০০ কোটি টাকার রাজপ্রাসাদেই থাকেন। ৫৬০ কেজি সোনার ব্যবহার হয়েছে এই প্রাসাদ তৈরির সময়। মাধবরাও সিন্ধিয়ার নাতি তিনি। তাঁর নেতৃত্বে এবার মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা কতদূর এগিয়ে যায়, সেটাই এখন দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mahanaaryaman Scindia : ২৮ বছর বয়সে দেশের ধনীতম ক্রিকেট কর্তা, থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে! রাজ্য ক্রিকেটের সভাপতি মন্ত্রীর ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল