TRENDING:

ওকিফের পর এবার লিয়ঁ, স্পিন জাদুতে বেঙ্গালুরুতেও ধরাশায়ী টিম বিরাট !

Last Updated:

ভারত: ১৮৯ ( ৭১.২ ওভার), অস্ট্রেলিয়া: ৪০/০ ( ১৬ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ১৮৯ ( ৭১.২ ওভার)
advertisement

অস্ট্রেলিয়া: ৪০/০ ( ১৬ ওভার)

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পিছিয়ে ১৪৯ রানে ৷

#বেঙ্গালুরু: টানা ১৯ টেস্ট যে দল অপরাজিত থাকে, তাদের নিজেদের দেশেই যে এমন দুর্দশা হবে, স্পিনের সামনে ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পন করবেন, এমনটা হয়তো কেউই আশা করেননি ৷ কিন্তু পুণেতে ভরাডুবির পর বেঙ্গালুরুর শুরুটাও একেবারেই ভাল হল না টিম বিরাটের ৷ মাত্র ১৮৯ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস ৷ এদিন ৭১.২ ওভারই স্থায়ী হল ভারতের ব্যাটিং ৷ একা লড়লেন ওপেনার লোকেশ রাহুল (৯০) ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলি। আগের টেস্টে টস হারাটাও ম্যাচ হারার একটা অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছিল ৷ এদিন কিন্তু টস জিতে চোখ বুজে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ চিন্নাস্বামীর উইকেটে কোনও জুজুও ছিল না ৷ কিন্তু মিচেল স্টার্কের বদলে  ওপেনার হিসেবে এই টেস্টে দলে ঢোকা অভিনব মুকুন্দ (০) আউট হওয়ার পরেই একে একে পতন শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ের ৷ পুণেতে দুই ইনিংসেই ৬টা করে উইকেট নিয়ে ভারতকে একাই শেষ করে দিয়েছিলেন ও’কিফ। এদিন বেঙ্গালুরুতে  একা ৮ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ধ্বংস করলেন আরেক স্পিনার ন্যাথান লিয়ঁ। ব্যাট হাতে এবারও ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি (১২) ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ওকিফের পর এবার লিয়ঁ, স্পিন জাদুতে বেঙ্গালুরুতেও ধরাশায়ী টিম বিরাট !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল