২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্সে ১২৮ বছর পর বহুল প্রতীক্ষিতভাবে ক্রিকেট ফিরছে। এই প্রতিযোগিতা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে ১২ জুলাই শুরু হবে এবং পদক নির্ধারণী ম্যাচগুলি ২০ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
advertisement
পুরুষ ও মহিলা উভয় বিভাগে মোট ছয়টি করে দল এবং সর্বমোট ১৮০ জন খেলোয়াড় অলিম্পিকে ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাট টি-২০ তে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সূচি অনুযায়ী বেশিরভাগ দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে ১৪ এবং ২১ জুলাই কোনও ম্যাচ থাকবে না।
এর আগে অলিম্পিকে ক্রিকেট মাত্র একবার, ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত ছিল। সেই সময় কেবল দুটি দল – গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশগ্রহণ করেছিল। গ্রেট ব্রিটেন একমাত্র ম্যাচে জয়লাভ করে সোনার পদক জয় করে।
আরও পড়ুনঃ IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?
পুরুষ ও মহিলা বিভাগে মোট ৯০ জন খেলোয়াড়ের কোটা নির্ধারণ করা হয়েছে, যার ফলে ১২টি প্রতিযোগী দল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্স) ও স্কোয়াশকে ২০২৮ সালের অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে।