ডুরান্ডে ইস্ট-মোহনের দ্বৈরথের আগে আমারা যদি দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখি সেখানে ফুটবল ইতিহাসে মোট ম্যাচে এখনও কিছুটা এগিয়ে রয়েছে মশাল বাহিনি। কিন্তু যদি শেষ কয়েক বছরের রেকর্ড দেখে সেখানে কিন্তু একতরফা আধিপত্য পাল তোলা নৌকার। ইস্টবেঙ্গল শেষ ডার্বি জেতে ২০১৮-১৯ মরশুমে। তখনও আইএসএলে যোগ দেয়নি কলকাতার দুই প্রধান। ২৯ জানুয়ারি ২০১৯ আইলিগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তার পর শেষ চার বছরে ৯টি ম্যাচে অপরাজেয় সবুজ-মেরুণ ব্রিগেড।
advertisement
ডার্বির ইতিহাসে দুই দল এখনও পর্যন্ত প্রায় ৩৮৪টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে ইস্টবেঙ্গল জিতেছে ১৩২ ও মোহনবাগান জিতেছে ১২৭টি। বাকি ম্যাচ অমীমাংসীত। অপরদিকে, আমরা যদি ডুরান্ড তাপের পরিসংখ্যান দেখে সেখানে দুই দলের মোট ২০ বাা সাক্ষাতে ইস্টবেঙ্গল ৮ ও মোহনবাগান ৭, ড্র ৫। তবে ২০২২ সালের ডুরান্ডে শেষ সাক্ষাতে জয় পেয়েছিল সবুজ মেরুণ ব্রিগেড। আর আইএসএলে ৩টি মরশুমের ৬টি ম্যাচই জিতেছে মোহনবাগান।
আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে
সাম্প্রতিক ফর্মে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তবে এই লড়াইয়ে কোনও পরিসংখ্যান কাজ করে না বলে বরাবর জানিয়ে এসেছে প্রাক্তন থেকে বর্তমান প্লেয়াররা। তবে মেগা ডার্বিতে শেষ হাসি কে হাসবে তার উত্তর দেবে শনিবাসরীয় যুবভারতী স্টেডিয়াম।