TRENDING:

East Bengal vs Mohun Bagan: বাঙাল-ঘটির চিরন্তন লড়াই, ফুটবল যুদ্ধে এগিয়ে কারা, কী বলছে ইতিহাস

Last Updated:

East Bengal vs Mohun Bagan: শনিবার মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের সেমি ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইলিশ-চিংড়ির চিরন্তন লড়াই ঘিরে চড়ছে পারদ। ম্যাচের আগে দেখে নিন দুই দলের পরিসংখ্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে সাক্ষাৎ হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বি দল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির। আইএসএলের আগে ডুরান্ডে ডার্বিকে ঘিরে বাড়ছে তিলোত্তমার উত্তাপ। ডার্বির আগে ডুরান্ডে ২টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। অপরদিকে, একটি ম্যাচ খেলে এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-হলুদ শিবিবরকে।
advertisement

ডুরান্ডে ইস্ট-মোহনের দ্বৈরথের আগে আমারা যদি দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখি সেখানে ফুটবল ইতিহাসে মোট ম্যাচে এখনও কিছুটা এগিয়ে রয়েছে মশাল বাহিনি। কিন্তু যদি শেষ কয়েক বছরের রেকর্ড দেখে সেখানে কিন্তু একতরফা আধিপত্য পাল তোলা নৌকার। ইস্টবেঙ্গল শেষ ডার্বি জেতে ২০১৮-১৯ মরশুমে। তখনও আইএসএলে যোগ দেয়নি কলকাতার দুই প্রধান। ২৯ জানুয়ারি ২০১৯ আইলিগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তার পর শেষ চার বছরে ৯টি ম্যাচে অপরাজেয় সবুজ-মেরুণ ব্রিগেড।

advertisement

ডার্বির ইতিহাসে দুই দল এখনও পর্যন্ত প্রায় ৩৮৪টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে ইস্টবেঙ্গল জিতেছে ১৩২ ও মোহনবাগান জিতেছে ১২৭টি। বাকি ম্যাচ অমীমাংসীত। অপরদিকে, আমরা যদি ডুরান্ড তাপের পরিসংখ্যান দেখে সেখানে দুই দলের মোট ২০ বাা সাক্ষাতে ইস্টবেঙ্গল ৮ ও মোহনবাগান ৭, ড্র ৫। তবে ২০২২ সালের ডুরান্ডে শেষ সাক্ষাতে জয় পেয়েছিল সবুজ মেরুণ ব্রিগেড। আর আইএসএলে ৩টি মরশুমের ৬টি ম্যাচই জিতেছে মোহনবাগান।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সাম্প্রতিক ফর্মে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তবে এই লড়াইয়ে কোনও পরিসংখ্যান কাজ করে না বলে বরাবর জানিয়ে এসেছে প্রাক্তন থেকে বর্তমান প্লেয়াররা। তবে মেগা ডার্বিতে শেষ হাসি কে হাসবে তার উত্তর দেবে শনিবাসরীয় যুবভারতী স্টেডিয়াম।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal vs Mohun Bagan: বাঙাল-ঘটির চিরন্তন লড়াই, ফুটবল যুদ্ধে এগিয়ে কারা, কী বলছে ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল