২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের পুনরাবৃত্তি হবে চিনে। সেই ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে গেছিল, কেরিয়ারের ১০০০ তম ম্যাচ খেলেছিলেন মেসি। কিন্তু মেসিকে দেখার সৌভাগ্য সবার হবে না, অর্থবান মানুষেরাই যেন শুধু তাকে দেখার সুযোগ পায়, সেই ব্যবস্থা করেছে চিনের কম্যুনিস্ট সরকার।
টিকিটের মূল্য রেখেছে ভারতীয় মুদ্রায় ষাট হাজার টাকা। ফলে গরীব এবং মধ্যবিত্ত মানুষদের কাছে অসম্ভব হবে তাদের স্বপ্নের ফুটবলারকে নিজের চোখে দেখার। ঠিক যেনো দিনে দুপুরে ডাকাতি। অনলাইনে অসন্তুষ্ট ভক্তরা এই ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রচুর নিন্দা করেছে।
আমি আপনাকে ডাকাতির জন্য রিপোর্ট করছি, টুইটার-এর মতো একটি সোশ্যাল মিডিয়া, উইবোতে একজন ব্যবহারকারী আয়োজকদের অফিসিয়াল অ্যাকাউন্টে মন্তব্য করেছেন। ৪৮০০ ইয়েন এর জন্য, মেসি খেলার সময় কি আমাদের পিঠে নিয়ে যাবে? অন্য একজন লিখেছেন। ২০১৭ সালের পর এটিই হবে মেসির প্রথম চীন সফর।