TRENDING:

Messi: মেসি দর্শনের টিকিট ৬০ হাজার! চিনে ফুটবল ম্যাজিশিয়ানের জন্য পাগলামি শুরু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেজিং: চিনে আসছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর “গোট” দেখার জন্য গোটা বিশ্বের মানুষ মুখিয়ে আছে। সৌভাগ্যবান চিনের মানুষরা দেখতে পারবেন তাকে সামনা সামনি। এই মরসুম শেষ হলেই চিনে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবেন লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দল। ১৫ই জুন, চিনে ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে লিওনেল মেসি। তাকে দেখতে আসার জন্য স্টেডিয়ামে জায়গা রয়েছে ৬৮ হাজার মানুষের।
চিনে মেসির টিকিটের দাম আকাশ ছোঁয়া
চিনে মেসির টিকিটের দাম আকাশ ছোঁয়া
advertisement

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের পুনরাবৃত্তি হবে চিনে। সেই ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে গেছিল, কেরিয়ারের ১০০০ তম ম্যাচ খেলেছিলেন মেসি। কিন্তু মেসিকে দেখার সৌভাগ্য সবার হবে না, অর্থবান মানুষেরাই যেন শুধু তাকে দেখার সুযোগ পায়, সেই ব্যবস্থা করেছে চিনের কম্যুনিস্ট সরকার।

টিকিটের মূল্য রেখেছে ভারতীয় মুদ্রায় ষাট হাজার টাকা। ফলে গরীব এবং মধ্যবিত্ত মানুষদের কাছে অসম্ভব হবে তাদের স্বপ্নের ফুটবলারকে নিজের চোখে দেখার। ঠিক যেনো দিনে দুপুরে ডাকাতি। অনলাইনে অসন্তুষ্ট ভক্তরা এই ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রচুর নিন্দা করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

আমি আপনাকে ডাকাতির জন্য রিপোর্ট করছি, টুইটার-এর মতো একটি সোশ্যাল মিডিয়া, উইবোতে একজন ব্যবহারকারী আয়োজকদের অফিসিয়াল অ্যাকাউন্টে মন্তব্য করেছেন। ৪৮০০ ইয়েন এর জন্য, মেসি খেলার সময় কি আমাদের পিঠে নিয়ে যাবে? অন্য একজন লিখেছেন। ২০১৭ সালের পর এটিই হবে মেসির প্রথম চীন সফর।

বাংলা খবর/ খবর/খেলা/
Messi: মেসি দর্শনের টিকিট ৬০ হাজার! চিনে ফুটবল ম্যাজিশিয়ানের জন্য পাগলামি শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল