TRENDING:

পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা

Last Updated:

Lionel Messi sleeping with World Cup after returning home in Argentina picture goes viral. পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোজারিও: বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের কিছু পরে দেশে এসেছে চ্যাম্পিয়ন দল। বিরাট বড় করে না হলেও মোটামুটি একটা ছাদ খোলা বাসে রাজধানী শহর ট্রফি নিয়ে ঘুরেছে তারা। পরে হয়তো বড় করে অনুষ্ঠান হবে দেশে। আপাতত হোটেলে বিশ্রাম করছেন ফুটবলাররা। ছবিতে দেখা যাচ্ছে লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে শুয়ে আছেন চাদর চাপা দিয়ে।
স্ত্রী ছেলেরা নয়, এখন বিশ্বকাপের সঙ্গেই শুয়ে আছেন মেসি
স্ত্রী ছেলেরা নয়, এখন বিশ্বকাপের সঙ্গেই শুয়ে আছেন মেসি
advertisement

এ যেন পরম সুখের এক ঘুম। আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এই দিনটার স্বপ্ন দেখতেন লিও। পাঁচটা বিশ্বকাপ লেগেছে স্বপ্নটা সফল হতে। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। বারবার রক্তাক্ত হয়েছেন, তীরে এসে তরী ডুবেছে। শুনতে হয়েছে অনেক টিটকিরি। কিন্তু চেষ্টা করে গেলে ফল পাওয়া যায় তার প্রমাণ এবারের কাতারের মাঠ থেকে আর্জেন্টিনার বিশ্বজয়।

advertisement

আরও পড়ুন - মেসিকে শুভেচ্ছা জানানো দূরে থাক! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে হিংসেতে জ্বলে পুড়ে মরছেন রোনাল্ডো

অবশ্যই এই ছবিটা মেসি পোজ দিয়ে তুলেছেন। ফুটবল বিশ্বে এরকম ছবি অবশ্য নতুন নয়। বিশ্বকাপ নিয়ে আগেও এমন ছবি দিয়েছেন বহু ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জিতেও এমন পোজ দিতে দেখা গিয়েছে অনেককে। তবে এত নিশ্চিন্তের ঘুম লিওনেল মেসি এর আগে ঘুমিয়েছেন কিনা সন্দেহ।

advertisement

ফুটবলের জীবন পরিপূর্ণ হওয়ার ঘুম, স্বপ্ন সত্যি হওয়ার ঘুম, বহুদিন ধরে লালন করা স্বপ্নের বাস্তবতার প্রাপ্তি একেই বলে। জীবনে সব ছিল। ছিল না শুধু বিশ্বকাপ। আজ সেটাও আছে। ফুটবল রাজপুত্র নয়, এখন পেলে এবং মারাদোনার পাশেই বিশ্বকাপের দুনিয়ায় রাজার সিংহাসনে মেসি। মেসি আজ মহারাজ। এমন ঘুম তাকেই মানায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

এই ছবি ভাইরাল হতে বিশ্বের কোটি কোটি মেসি ভক্ত লাইক এবং কমেন্টস দিয়েছেন। প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন স্বপ্নের নায়ককে। মেসি সুস্থ থাকুন এবং পরের বিশ্বকাপেও খেলুন এমনটাই চাহিদা পৃথিবীর আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। ছবিটা সত্যিই প্রতিকী।

বাংলা খবর/ খবর/খেলা/
পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল