বার্সেলোনার স্বর্ণযুগে মেসি-পিকে-ইনিয়েস্তা-জাভি-পুওলদের সঙ্গে খেলেছেন ভিক্টর ভ্যাসকোয়েজ। খেলেছেন মেসির বর্তমান লিগ মেজর সকার লিগের ক্লাবেও। শুধু মাঝমাঠের দক্ষতা নয়, প্রয়োজনে নেমে রক্ষণ সামাল দেওয়া থেকে, গোল করা সব বিষয়েই পারদর্শী এই স্প্যানিশ মিডিও। ভিক্টর ভ্যাসকোয়েজে দলে যোগ দেওয়ায় খুশি ক্লাব কর্তা থেকে কোচ কার্লোস কুয়াদ্রাত, ফ্যানেরা সকলেই।
নতুন ক্লাবে যোগ দিয়ে খুশি স্প্যানিশ মিডফিল্ডারও। তিনি জানিয়েছেন,”আমি খুব খুশি ইস্টবেঙ্গলের মতো এক জনপ্রিয় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি এই ক্লাবের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই ক্লাবের ফ্যানেরা কতটা কতটা দলকে ও ফুটবলারদের ভালবাসে তাও জেনেছি। আমি মাঠে নামার জন্য ও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।”
advertisement
খুব শীঘ্রই কলকাতায় পা রাখবেন লাল-হলুদের নতুন বিদেশী। সুপার কাপ জয়ের পর দলটাপ শরীরী ভাষাই পাল্টে গিয়েছে। এবার সামনে রয়েছে আইএসএল ও এএফসির মত কঠিন লড়াই। তার আগে ভিক্টর ভ্যাসকোয়েজের মত সৃজনশীল ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।