TRENDING:

‘দেশে বেটিংকে বৈধ করা হোক’...কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব আইন কমিশনের

Last Updated:

খেলাধূলায় বেটিংকে এবার ভারতে বৈধ করা হোক ৷ কেন্দ্রীয় সরকারকে এমনটাই প্রস্তাব দিল দেশের আইন কমিশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ম্যাচ গড়াপেটা অবশ্যই বড়সড় অপরাধ ৷ কিন্তু খেলাধূলায় বেটিংকে এবার ভারতে বৈধ করা হোক ৷ কেন্দ্রীয় সরকারকে এমনটাই প্রস্তাব দিল দেশের আইন কমিশন ৷ ক্রিকেট সংক্রান্ত বেটিংকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের আওতায় আনা হোক ৷ যা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক বলে মন্তব্য কমিশনের ৷
advertisement

বেটিং বহু দেশেই বৈধ হলেও ভারতে তা একেবারেই নয় ৷ অথচ ক্রিকেট বেটিংয়ের বাজারে জুয়াড়িদের রমরমা দেশে শত চেষ্টা করেও থামাতে ব্যর্থ সরকার ৷ তাই এটা বৈধ হলে আন্ডারওয়ার্ল্ডের এই কাজে প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে বলে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে জানিয়েছে কমিশনের নির্বাচিত সদস্যদের প্যানেল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতে বেটিংকে বৈধ বলে ঘোষণা করে তা করের আওতায় আনা হোক বলে প্রস্তাব দিয়েছে কমিশন ৷ এতে রাজস্বের পরিমাণও বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ অনেক চেষ্টা করেও জুয়া বা বেটিংকে দেশে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না ৷ এবার  এটিকে আইনের আওতায় এনে বৈধ করা হোক ৷ তাহলে যদি পরিস্থিতির বদল হয় ৷ আশায় আইন কমিশন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘দেশে বেটিংকে বৈধ করা হোক’...কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব আইন কমিশনের