আলবেনিয়া: ০
#স্টাদ ভেলোদ্রোম: এবারের ইউরোয় প্রথম দল হিসেবে নক আউট পর্বে পৌঁছে গেল ফ্রান্স। রোমানিয়ার পর আলবেনিয়া। ম্যাচের শেষ মিনিটে ল্যে ব্লু’জের হয়ে গোল করলেন গ্রিজম্যান ও পায়েত।
৯০ মিনিট পর্যন্ত আটকে থাকা। শেষ মিনিটে গোলের লকগেট খুলে ফেলা। তারপরেই অতিরিক্ত সময়ে আরও একটা গোল। ঘরের মাঠে টানা দুই ম্যাচ জিতে ইউরোর শেষ ষোলোয় পৌঁছে গেল ল্যে ব্লুজ। এবারের ইউরোয় প্রথম দল হিসেবে নক আউটে পৌঁছল ফ্রান্স।
advertisement
রোমানিয়ার পর আলবেনিয়া। টানা দুই ম্যাচে জয়। তবে প্রথম দুটো হার্ডলস টপকে গেলেও চ্যাম্পিয়নদের ঝাঁঝ উধাও ল্যে ব্লুজের।
ঘরের মাঠে প্রিয় দলের জয় দেখতে মার্সেইর স্তাদ দি ভেলোড্রোম ভরিয়ে দিয়েছিলেন ফরাসি সমর্থকরা। কিন্তু ম্যাচে সেভাবে দাগ কাটতে ব্যর্থ নীল জার্সিরা। ৯০ মিনিটে গ্রিজম্যানের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্তাদে দ্য ভেলোড্রোমে।পরের মিনিটেই আবার গোল। এবার আবার সেই পায়েত। টানা দুই ম্যাচে গোল পেলেন বেনফিকার এই মিডিও।
সামনেই নক আউট। ফর্মের ধারেকাছে নেই অলিভার জিরুঁ। পল পোগবাও যেন চেনা খেলাটা ফেলে এসেছেন জুভেন্তাসের মাঠে। প্রি-কোয়ার্টার ফাইনালের আগে জয়তেও তাই চিন্তার ভাঁজ যাচ্ছে না দিদিয়ের দেশঁর।