সব ঠিকঠাক থাকলে, আগামী মরসুমে সৌদি লিগে রোনাল্ডো বনাম এমবাপে দ্বৈরথ দেখা যেতে পারে। সৌদি লিগে খেলতে চলেছেন এমবাপের দেশের সতীর্থ করিম বেঞ্জেমা, কন্তেও। ফুটবল ট্রান্সফারে অর্থ অফারের বিষয়ে নয়া নজির গড়ার পথে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে না পেয়ে এবার ফ্রান্স তথা পিএসজি-র তারকা কিলিয়ান এমবাপের জন্য রেকর্ড অর্থ অফার করল আল হিলাল।
advertisement
সৌদির এই ক্লাব ফ্রান্সের মহাতারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নিতে ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭১৬ কোটি ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা। মেসিকে দলে পেতে বছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তৈরি ছিল আল হিলাল। মেসি অবশ্য সৌদিতে খেলতে না চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামেতে যোগ দেন। যদিও মেসি সৌদি আরবের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
এমবাপেকে নিতে ঝাঁপিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা,ইংল্যান্ডের টটেনহ্যাম, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ইন্টার মিলানও। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে এখন বিশ্ব ক্লাব ফুটবলের কোহিনুর হয়ে গিয়েছেন। যদিও পিএসজি জানিয়েছে তারা নিজের থেকে ছাড়বে না ফরাসি তারকাকে।
তাদের জাপান ভ্রমণে দলে রাখা হয়নি এমবাপেকে। ফরাসি তারকা অবশ্যই নিজে খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দেওয়া যায়। তবে সৌদি আরব না হয়ে রিয়াল মাদ্রিদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে শেষ পর্যন্ত যদি আল হিলাল এমবাপেকে নিতে পারি ফুটবল ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় ট্রান্সফার ফি।