TRENDING:

IPL 2025: মাঠেই সপাটে চড়, ক্রিকেটারের কান্না! ১৭ বছর পর আইপিএলে আবার এক ঘটনা!

Last Updated:

আইপিএলে ম্যাচ জিতে হরভজন সিংয়ের সামনে উচ্ছ্বাস দেখাতে যান শ্রীসন্থ। আর তখনই মেজাজ হারিয়ে শ্রীসন্থকে সপাটে চড় মারেন ভাজ্জি। সঙ্গে সঙ্গে মাঠেই কাঁদতে দেখা যায় শ্রীসন্থকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএলের তখন প্রথম মরশুম। মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে যা পঞ্জাব কিংস) ম্যাচ। সেই ম্যাচেই বিতর্কিত ঘটনাটি ঘটে। ম্যাচ জিতে হরভজন সিংয়ের সামনে উচ্ছ্বাস দেখাতে যান শ্রীসন্থ। আর তখনই মেজাজ হারিয়ে শ্রীসন্থকে সপাটে চড় মারেন ভাজ্জি। সঙ্গে সঙ্গে মাঠেই কাঁদতে দেখা যায় শ্রীসন্থকে। তবে তার পরও হরভজনের রাগ কমেনি। এমন ঘটনার পর স্তম্ভিত হন ক্রিকেটার থেকে শুরু কর দর্শকরা। তার পর বিস্তর জলঘোলা হয়। শাস্তি হয় ভাজ্জির। এর পর হরভজনকে ৫ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়।
News18
News18
advertisement

এমন জঘন্য ঘটনার পর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়। বারবার সেই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভাজ্জিকে। সেই ঘটনার বহু বছর পর হরভজন মেনে নেন, তিনি সেদিন বড় ভুল করেছিলেন। ভাজ্জি বলেন,’সেদিন যা ঘটেছিল, তা ভুল ছিল। আমি বড় ভুল করে ফেলেছিলাম।’’ যদিও শ্রীসন্থের সঙ্গে মিটমাট হয়ে যায় তাঁর। এর পর বিভিন্ন মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা যায় আবার। তবে সেই ঘটনার জন্য এখনও অনুতাপ রয়েছে হরভজনের। আর সেটা তিনি মেনেও নেন।

advertisement

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার তারকার বোনের সঙ্গে প্রেম রোহিতের! দাদার হুমকি হিটম্যানকে! তারপর যা ঘটে

সেই ঘটনার এত বছর পর আইপিএলে আবার চড় কাণ্ড! এবার কুলদীপ যাদব ও রিঙ্কু সিংয়ের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি-কলকাতা। প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল কলকাতা। নাইটরা এদিন দিল্লির বিরুদ্ধে জেতে।তবে ম্যাচের পর বিতর্ক ডেকে আনলেন দিল্লির কুলদীপ। ম্যাচ শেষের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দেখা যায় দুই দলের খেলোয়াড়েরা পরস্পর কথাবার্তা, ঠাট্টা-ইয়ার্কি করছেন। কুলদীপ আর রিঙ্কুকেও আড্ডা মারতে দেখা যায়। মজার ছলেই কথা বলছিলেন দুজন। হঠাৎ রিঙ্কুকে চড় মেরে বসেন কুলদীপ। হতভম্ব হয়ে যান রিঙ্কু। কী বলবেন বুঝে উঠতে পারিছেলেন না।

advertisement

আরও পড়ুন- আইপিএলে বোলার রোহিতের রয়েছে এমন রেকর্ড, যা কোনও ভারতীয়র নেই! জন্মদিনে জানুন সেই অজানা নজির

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কয়েক সেকেন্ড বাদে ফের চড় মারেন কুলদীপ। রাগের মাথায় কিছু বলতে যাচ্ছিলেন রিঙ্কু। কিন্তু সেখানেই ভিডিওর ইতি। এই ক্লিপ বিনা অডিও-র ছিল। ফলে কে কী বলেছেন, তা বোঝা যায়নি। কিন্তু ভিডিও ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তদন্তের দাবি জানিয়েছেন। এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। ওই ভিডিওতে কেকেআর শিবির সাফ জানিয়েছে, বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করার মানে হয় না। আসলে এটা দুই বন্ধুর খুনসুঁটি। মাঠের ঘটনা মাঠেই মিটে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025: মাঠেই সপাটে চড়, ক্রিকেটারের কান্না! ১৭ বছর পর আইপিএলে আবার এক ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল