২০১১ সাল থেকে দীর্ঘ দিনের বিনোদন কর কেকেআর কর্তৃপক্ষ দেয়নি বলে কেএমসি সূত্রে খবর। নিয়ম অনুযায়ী কেকেআরের থেকে কলকাতা পৌরসভার মোট ৩ কোটি ৭৩ লক্ষ টাকা পাওয়ার কথা। এর আগেও কর মেটানোর জন্য কেকেআরের কাছে বারবার আবেদন জানিয়েছিল কেএমসি। মাঝে ২ কোটি টাকা দিলেও বাকি ১ কোটি ৭৩ লক্ষ টাকা নিয়ে দীর্ঘ দিন টালবাহানা করছে কেকেআর। দীর্ঘদিন সেই কর বাকি থাকায় নাইট রাইডার্স কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: জাতীয় সঙ্গীতের সময় কেন প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে? তাদের কী বলা হয়? বলুন তো দেখি
দেশের দশের বেশি শহরে বর্তমানে আইপিএল ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচ আয়োজনের জন্য সেই সকল শহরের পুরসভা আইন মেনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে বিনোদন কর নিয়ে থাকে। সেই টাকা দীর্ঘ দিন কেকেআর না মেটানোয় বৈঠকে বসে কেএমসির আধিকারিকরা। মেয়র পরিষদের বৈঠকে শেষ পর্যন্ত ডিমান্ড নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।