TRENDING:

Kohli vs Gambhir: চরম হুঁশিয়ারি দিলেন বিরাট কোহলি, লক্ষ্য কী গৌতম গম্ভীর! ভাইরাল ভিডিও

Last Updated:

Kohli vs Gambhir: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরের ঝামেলা থামাতে হিমসিম খেল দুই দলের ক্রিকেটাররা। এবার নাম না করে চরম হুঁশিয়ারি দিলেন কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দ্বন্দ্ব নিয়ে আলোচনা কিছুতেই কমছে না। ২০১৩ সালে কেকেআর বনাম আরসিবি ম্যাচে যে শত্রুতা শুরু হয়েছিল, তার আগুন যে এখনও এতটুকুও থিতিয়ে পড়েনি তার প্রমাণ মিলেছে সোমবারের লখনউয়ের মাঠে। আইপিএল শেষ কবে দুই তারকার মধ্যে এমন নজিরবিহিন ঝামেলা দেখেছে তা মনে করা কঠিন। উত্তপ্ত বাক্য বিনিময়, একে অপরের দিকে তেড়ে যাওয়া, আঙুল উচিয়ে কথা বলা, বাদ যায়নি কোনও কিছুই। মাঠের পরিস্থিতি কোনওক্রমে শান্ত হলেও মাঠের বাইরের পরিস্থিতি কিন্তু ক্রমশ আরও উত্তপ্ত হচ্ছে। এবার বিরাট কোহলি দিলেন চরম বার্তা। হুঁশিয়ারি বললেও খুব একটা ভুল হবে না।
advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দলের ড্রেসিং রুমের একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় জয়ের পর ড্রেসিং রুমে উল্লাস করছেন আরসিবি ক্রিকেটাররা। বিরাট কোহলির মধ্যে জয়ের উল্লাস থাকলেও মাঠের মেজাজ তখনও পুরোপুরি বর্জন করে মাথা ঠান্ডা করতে পারেননি। মুখে হাসি থাকলেও বুলি কিন্তু অন্য কথা বলছে। বিরাট কোহলিকে বলতে শোনা যায়, “এটা খুব মিষ্টি একটা জয়। খুব মিষ্টি জয়। ইট মারলে পাটকেল খেতে হবে না? সেটা খেতে না জানলে ইট মারা তো উচিত নয়।” এই বার্তা যে মনাম না করে গৌতম গম্ভীরের জন্যই বলেছেন বিরাট কোহলি তা বোঝাই যাচ্ছে। এছাড়াও এই জয় দলের জন্য কতটা স্পেশাল ছিল তাও ব্যাখ্যা করেছেন বিরাট কোহলি।

advertisement

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, খেলা চলাকালীন নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়ান কোহলি। যদিও শুরুটা করেছিলেন আফগান তারকা। সেই পরিস্থিতি সামাল দেন অমিত মিশ্রা। কোহলির সঙ্গে মিশ্রারও কথা কাটাকাটি হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় কোহলি ও নবীন উল হকের বিবাদ বাধে। সেখান কাইল মেয়ার্স এসে কোহলিকে কিছু বলার চেষ্টা করেন। তারপর আসেন গম্ভীর। শেষে তুমুল ঝামেলা শুরু হয় কোহলি-গম্ভীরের। শেষে দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kohli vs Gambhir: চরম হুঁশিয়ারি দিলেন বিরাট কোহলি, লক্ষ্য কী গৌতম গম্ভীর! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল