রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দলের ড্রেসিং রুমের একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় জয়ের পর ড্রেসিং রুমে উল্লাস করছেন আরসিবি ক্রিকেটাররা। বিরাট কোহলির মধ্যে জয়ের উল্লাস থাকলেও মাঠের মেজাজ তখনও পুরোপুরি বর্জন করে মাথা ঠান্ডা করতে পারেননি। মুখে হাসি থাকলেও বুলি কিন্তু অন্য কথা বলছে। বিরাট কোহলিকে বলতে শোনা যায়, “এটা খুব মিষ্টি একটা জয়। খুব মিষ্টি জয়। ইট মারলে পাটকেল খেতে হবে না? সেটা খেতে না জানলে ইট মারা তো উচিত নয়।” এই বার্তা যে মনাম না করে গৌতম গম্ভীরের জন্যই বলেছেন বিরাট কোহলি তা বোঝাই যাচ্ছে। এছাড়াও এই জয় দলের জন্য কতটা স্পেশাল ছিল তাও ব্যাখ্যা করেছেন বিরাট কোহলি।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
প্রসঙ্গত, খেলা চলাকালীন নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়ান কোহলি। যদিও শুরুটা করেছিলেন আফগান তারকা। সেই পরিস্থিতি সামাল দেন অমিত মিশ্রা। কোহলির সঙ্গে মিশ্রারও কথা কাটাকাটি হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় কোহলি ও নবীন উল হকের বিবাদ বাধে। সেখান কাইল মেয়ার্স এসে কোহলিকে কিছু বলার চেষ্টা করেন। তারপর আসেন গম্ভীর। শেষে তুমুল ঝামেলা শুরু হয় কোহলি-গম্ভীরের। শেষে দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।