TRENDING:

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কোহলিকে বিশ্রাম, অধিনায়ক রোহিত

Last Updated:

অবশেষে বিশ্রাম পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগপুর: অবশেষে বিশ্রাম পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ একটানা একের পর এক সিরিজ খেলতে খেলতে এখন ক্লান্ত বিরাট ৷ নাগপুর টেস্ট শুরুর আগের দিনই ঠাসা ক্রীড়াসূচী নিয়ে বিসিসিআই-এর সমালোচনা করেছিলেন তিনি ৷ সোমবার জামথায় শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে হারানোর দিনেই স্বস্তির খবর কোহলির জন্য ৷ অবশেষে ছুটি পেতে চলেছেন তিনি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে ৷ কোহলির বদলে এই সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা ৷
advertisement

আজ, সোমবার ওয়ান ডে সিরিজের পাশাপাশি তৃতীয় টেস্টের জন্যও দল ঘোষণা করা হল ভারতের ৷ একদিনের সিরিজে ভারতীয় দলে নতুন মুখ হলেন সিদ্ধার্

তৃতীয় টেস্টের দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, শিখর ধবন, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও বিজয় শঙ্কর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

একদিনের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, অজিঙ্ক রাহানে, শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেট রক্ষক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল।

বাংলা খবর/ খবর/খেলা/
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কোহলিকে বিশ্রাম, অধিনায়ক রোহিত