TRENDING:

রাহুলের সেঞ্চুরিতে জামাইকায় চালকের আসনে ভারত

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬ ভারত : ৩৫৮/ ৫ ( ১২৫ ওভার) দ্বিতীয় দিনের শেষে ১৬২ রানে এগিয়ে ভারত ৷ হাতে রয়েছে ৫ উইকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়েস্ট ইন্ডিজ :  ১৯৬
advertisement

ভারত : ৩৫৮/ ৫ ( ১২৫ ওভার)

দ্বিতীয় দিনের শেষে   ১৬২ রানে এগিয়ে ভারত ৷ হাতে রয়েছে ৫ উইকেট

#জামাইকা : মুরলী বিজয়ের আঙুলের  চোটের জন্যই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ৷ আর সেটাকে ভালমতোই কাজে লাগাতে সফল তরুণ ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ৷ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পেয়েছিলেন ৷ আইপিএলেও পারফরম্যান্স ভাল ৷ তাই লোকেশের উপর আস্থা রাখতে বিশেষ ভাবতে হয়নি অধিনায়ক বিরাটকে ৷  মাঠে নেমে অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা রাখতে সফল লোকেশ রাহুল (১৫৮) ৷ তাঁর সেঞ্চুরির দৌলতে টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত ৷ এগিয়ে ১৬২ রানে ৷

advertisement

রাহুলকে সাফল্য পেতে অবশ্য বিশেষ বেগ পেতে হয়নি ৷ ক্যারিবিয়ানদের নিম্নমানের বোলিং কখনই কোনও সমস্যায় ফেলেনি ভারতীয় ব্যাটসম্যানদের ৷ তবে দলের এক নম্বর ওপেনারের পরিবর্ত হিসেবে নামার চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না নবাগত রাহুলের কাছে ৷ কিন্তু ব্যাট হাতে ফের নিজের জাত চেনালেন কর্ণাটকি ব্যাটসম্যান ৷

advertisement

হাতে এখনও পাঁচ উইকেট রয়েছে ভারতের ৷ ক্রিজে অপরাজিত অজিঙ্ক রাহানে (৪২) এবং ঋদ্ধিমান সাহা (১৭)৷ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩৫৮৷

১৫৮ রান করার পর অবশ্য আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার৷ এখনও পর্যন্ত রাহুলের কেরিয়ারের এটাই সর্বোচ্চ রান ৷১৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে দেড়শো’র গণ্ডি পেরোন রাহুল ৷ পূজারা আউট হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে হাফ-সেঞ্চুরির পার্টনারশিপে দেড়শো রান করেন রাহুল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রাহুলের সেঞ্চুরিতে জামাইকায় চালকের আসনে ভারত