ওপেনিং ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান পেলেন দ্বিতীয় হিসেবে। ২০০৭ সালে প্রথম শতরান করেছিলেন ওয়াসিম জাফর। সেটা ছিল কেপ টাউন । এদিন রাহুল এই রেকর্ড তৈরি করার পর সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার জাফর। উপমহাদেশের বাইরে ভারতীয় ওপেনার হিসেবে শতরান করার সংখ্যায় রাহুল এই মুহূর্তে দ্বিতীয় স্থানে।
advertisement
প্রথমে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকার, তিন নম্বরে বীরেন্দ্র সেহওয়াগ। তবে এসব রেকর্ড নিয়ে খুব একটা ভাবতে রাজি নয় রাহুল। প্রথম দিনের শেষে তার পার্টনার আগারওয়াল জানিয়েছেন তাদের দুজনের পার্টনারশিপে বড় রান তোলার লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে তারা কিছুটা সফল। দুজনেই যেহেতু দীর্ঘদিন রাজ্য কর্ণাটক এবং আইপিএল দল পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন, তাই স্বাভাবিক একটা বোঝাপড়া ছিল।
রাহুল শতরান করে ভারতের কাজটা সহজ করে দিলেন। ইংল্যান্ড সফরে লর্ডসে সেঞ্চুরি করার পর এদিন দক্ষিণ আফ্রিকায় আবার শতরান পেলেন ভারতীয় ওপেনার। অনবদ্য ইনিংস খেললেন। ধৈর্য, টেকনিক এবং দেখার মত শট দিয়ে সাজানো ছিল তার ইনিংস। টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সপ্তম শতরান পেয়ে গেলেন ভারতের সহ অধিনায়ক।
একটা লম্বা ইনিংস কিভাবে সাজাতে হয় রাহুলের ব্যাটিং দেখলে বোঝা যায়। গোটা ইনিংসে একবার ছাড়া সুযোগ দেননি বিপক্ষকে। সামনের পায়ে যেমন ড্রাইভ করলেন, তেমনই পেছনের পায়ে কাট করলেন সহজাত ভঙ্গিতে। রাবাডা, মুলদার, মহারাজদের মাথায় চড়তে দিলেন না। চারিদিকে শট খেললেন। ড্রেসিংরুমে বিরাট কোহলি এবং বাকিদের উঠে দাঁড়িয়ে করতালি দিতে দেখা গেল রাহুল শতরান করার পর।