TRENDING:

Asia Cup 2025: এশিয়া কাপের আগে ঝোড়ো সেঞ্চুরি, ম্যাচ ফিনিশার নিয়ে আর কোনও চিন্তা থাকল না টিম ইন্ডিয়ার

Last Updated:

Asia Cup 2025: রিঙ্কু সিং এশিয়া কাপ ২০২৫-এর ভারতীয় স্কোয়াডে নির্বাচিত হওয়ার পরপরই নিজেকে প্রমাণ করলেন ইউপি টি২০ লিগে এক অনবদ্য ইনিংসের মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিঙ্কু সিং এশিয়া কাপ ২০২৫-এর ভারতীয় স্কোয়াডে নির্বাচিত হওয়ার পরপরই নিজেকে প্রমাণ করলেন ইউপি টি২০ লিগে এক অনবদ্য ইনিংসের মাধ্যমে। মীরাট মাভেরিক্সের হয়ে খেলতে নেমে এই বাঁহাতি ব্যাটসম্যান গোরখপুর লায়ন্সের বিপক্ষে মাত্র ৪৮ বলে ৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। দল যখন ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল, তখন একার কাঁধে দলকে টেনে নিয়ে গিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন রিঙ্কু।
News18
News18
advertisement

সাম্প্রতিক সময়ে রিঙ্কুর ব্যাটিং ফর্ম নিয়ে উঠছিসল প্রশ্ন। গত ১২টি ম্যাচে এটি ছিল রিঙ্কুর দ্বিতীয় পঞ্চাশোর্ধ ইনিংস। কিন্তু চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস খেলে নিজেক প্রমাণ করলেন কেকেআর তারকা। আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কুর পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও, জাতীয় দলের নির্বাচকরা রিঙ্কুর প্রতি আস্থা অটুট রেখেছে। এই সেঞ্চুরি সেই আস্থার যথার্থ জবাব।

advertisement

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন, রিঙ্কুর সাম্প্রতিক বোলিং পারফরম্যান্সও তাকে এশিয়া কাপের দলে জায়গা করে দিতে সাহায্য করেছে। কাইফ বলেন, “ওয়াশিংটন সুন্দর না থাকায় রিঙ্কুর মতো অলরাউন্ডার ২-৩ ওভার বোলিং করতেই পারে ইউএই-এর কন্ডিশনে। এটা নির্বাচকদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

advertisement

আরও পড়ুনঃ রোহিতের জায়গায় ওডিআই অধিনায়ক হচ্ছেন শ্রেয়স? সব কিছু সাফ করে দিলেন বোর্ড কর্তা!

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রসঙ্গত,ভারত ১০ সেপ্টেম্বর ইউএই-এর বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে। এরপর ১৪ তারিখে দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ১৯ সেপ্টেম্বর, আবুধাবিতে ওমানের বিপক্ষে। রিঙ্কুর এই ইনিংস লোয়ার অর্ডারে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর সামর্থ্য দেখে তাকে ঘিরে দলের প্রত্যাশাও বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: এশিয়া কাপের আগে ঝোড়ো সেঞ্চুরি, ম্যাচ ফিনিশার নিয়ে আর কোনও চিন্তা থাকল না টিম ইন্ডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল