বরুণ চক্রবর্তী সম্প্রতি জানিয়েছিলেন, তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক হতে চান। এর আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জিভা নামক ছবিতে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিতে তাঁকে ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর স্বপ্ন পরিচালক হওয়া। তিনি ছবি পরিচালনা করতে চান। ইতিমধ্যেই তাঁর ৩ টে স্ক্রিপ্ট সম্পূর্ণ তৈরি আছে বলেও জানান।
advertisement
আরও পড়ুন- এবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন হিরো গোবিন্দার জামাই! দাম জানলে চমকে যাবেন!
বরুণ চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি বিজয় থালাপতির ভক্ত। ২০২০ সালে অভিনেতার সঙ্গে দেখাও করেছিলেন। তাই বরুণ চান তিনি ছবি বানালে তাঁর একটি ছবিতে অভিনেতা হিসেবে তিনি বরুণ চক্রবর্তীকেই নেবেন। এমনকী সুপারহিট অভিনেতার জন্য একটি স্ক্রিপ্ট তৈরিও করে ফেলেছেন বলে জানান।
আরও পড়ুন- বাবা হবেন, ছুটি চাই! রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে লেগে গেল গাভাসকরের! বড় ঝামেলা
এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন কেকেআর স্পিনার। মার্করাম, ক্লাসেন, নিলারের মতো তারকা ব্যাটারদের আউট করলেন কেকআর স্পিনার। কেকেআরে তিনি মিস্ট্রি স্পিনার হিসেবে খ্য়াত। অর্থাৎ রহস্যজনক স্পিনার। বরুণকে খেলতে এদিন সত্যি বেগ পেতে হল প্রোটিয়া ব্যাটারদের।