TRENDING:

কেকেআর স্পিনার এবার ভারতের ভরসা! নিলেন ৫ উইকেট, এতদিন সুযোগই পেতেন না

Last Updated:

Varun Chakravarthy- কেকেআরের হয়ে গত মরশুমে দর্দান্ত পারফর্ন খেলেছেন বরুণ চক্রবর্তী। তবে ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। কেকেআরের জয়ের নেপথ্যে অবদান রাখলেও তিনি চেয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলতে। সুযোগ শেষ পর্যন্ত এল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জোহানেসবার্গ: কেকেআরের হয়ে গত মরশুমে দর্দান্ত পারফর্ন খেলেছেন বরুণ চক্রবর্তী। তবে ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। কেকেআরের জয়ের নেপথ্যে অবদান রাখলেও তিনি চেয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলতে। সুযোগ শেষ পর্যন্ত এল। আর সুযোগ পেয়েই পারফর্ম করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন। এবার দ্বিতীয় ম্য়াচেও বরুণকে খেলতে হিমশিম খেল প্রোটিয়া ব্যাটাররা।
News18
News18
advertisement

বরুণ চক্রবর্তী সম্প্রতি জানিয়েছিলেন, তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক হতে চান। এর আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জিভা নামক ছবিতে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিতে তাঁকে ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর স্বপ্ন পরিচালক হওয়া। তিনি ছবি পরিচালনা করতে চান। ইতিমধ্যেই তাঁর ৩ টে স্ক্রিপ্ট সম্পূর্ণ তৈরি আছে বলেও জানান।

advertisement

আরও পড়ুন- এবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন হিরো গোবিন্দার জামাই! দাম জানলে চমকে যাবেন!

বরুণ চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি বিজয় থালাপতির ভক্ত। ২০২০ সালে অভিনেতার সঙ্গে দেখাও করেছিলেন। তাই বরুণ চান তিনি ছবি বানালে তাঁর একটি ছবিতে অভিনেতা হিসেবে তিনি বরুণ চক্রবর্তীকেই নেবেন। এমনকী সুপারহিট অভিনেতার জন্য একটি স্ক্রিপ্ট তৈরিও করে ফেলেছেন বলে জানান।

advertisement

আরও পড়ুন- বাবা হবেন, ছুটি চাই! রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে লেগে গেল গাভাসকরের! বড় ঝামেলা

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন কেকেআর স্পিনার। মার্করাম, ক্লাসেন, নিলারের মতো তারকা ব্যাটারদের আউট করলেন কেকআর স্পিনার। কেকেআরে তিনি মিস্ট্রি স্পিনার হিসেবে খ্য়াত। অর্থাৎ রহস্যজনক স্পিনার। বরুণকে খেলতে এদিন সত্যি বেগ পেতে হল প্রোটিয়া ব্যাটারদের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআর স্পিনার এবার ভারতের ভরসা! নিলেন ৫ উইকেট, এতদিন সুযোগই পেতেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল