কথা হচ্ছে রমনদীপ সিংয়ের। আইপিএল মেগা নিলামের আগে ৪ কোটি টাকায় তরুণ লোয়ার অর্ডার ব্যাটারকে রিটেন করে কেকেআর। আর রমনদীপ সিংও যে কেকেআরের ঘরের ছেলে হয়ে উঠতে চাইছেন তার বক্তব্য থেকেই। শুধু মাত্র টাকার জন্য ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাওয়াকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না রমনদীপ। নিজেও ১০ কোটি টাকার অফার ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন কেকেআর তারকা।
advertisement
রমনদীপ বলেছেন, শুধুমাত্র টাকার জন্য দল পরিবর্তন করা সঠিক নয়। যে দল এতটা পাশে থেকেছে সবার আগে তার প্রতি সৎ থাকা উচিত। আমাকে অনেক দল ১০ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি ছিল। আমি এসব নিয়ে ভাবিনি। আইপিএলের মত প্রতিযোগিতায় সুযোগ পাওয়াটাই বড় বিষয়। শুধু টাকার জন্য আমি কেকআরে খেলি না।”
আরও পড়ুনঃ Ashutosh Sharma: কে এই আশুতোষ শর্মা? যে গোয়েঙ্কার লখনউকে দিল জোর ঝটকা! আইপিলে তৈরি হল নতুন হিরো
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন রমনদীপ সিং। সেখান থেকে মাত্র ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কেকেআরের হয়ে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। কেকেআরের প্রতি রমনদীপ সিংয়েরএমন ভালবাসা মন ছুয়ে গিয়েছে নাইট রাইডার্স ফ্যানেদের।