গত রবিবার পয়লা বৈশাখের দিন ইডেনে দুপুরের ম্যাচ খেলেছে কেকেআর। গ্রীষ্মের প্রবল দাবদাহে গলে যাওয়ার মত অবস্থা বলে জানিয়েছিলেন নাইট তারকা ফিল সল্ট। আর লখনউ ম্যাচের এক দিনের বিরতিতেই রাজস্থানের বিরুদ্ধে নামতে হচ্ছে কেকেআরকে। তাই এই গরমে পরপর ম্যাচ খেলার ক্লান্তিই একটু হলেও চিন্তায় রেখেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টক গৌতম গম্ভীরকে।
advertisement
দলের প্লেয়ারদের ক্লান্তির কথা ভাবে ম্যাচের আগের দিন অনুশীলন রাখেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে লখনউ ম্যাচের পর সরাসরি রাজস্থান ম্যাচেই খেলতে নামবে নাইটরা। অনুশীলনের থেকে বেশি দলকে বিশ্রাম দিয়ে চাঙ্গা রাখার পথকেই বেছে নিয়েছেন গৌতম গম্ভীররা। তারপরও মাত্র এক দিনের ব্যবধানে ম্যাচ, তারউপর এত গরম, একটু হলেও প্লেয়ারদের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ। মঙ্গলবার কেকেআর শীর্ষস্থান দখল দেখার অপেক্ষা ফ্যানেরা।