কেকেআরের তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যায় সকল নাইটরা বেগুনি রঙের পাঞ্জাবি পরেছেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত সকলকে মিষ্টিমুখ করাচ্ছেন। পয়লা বৈশাখের উপহার পেয়ে খুশি দেখায় তাকে। জমিয়ে রসগোল্লা স্বাদ নিতে দেখা যায় কেকেআর তারকাদের। এছাড়া একটি ছবি পোস্ট করেও কেকেআরের তরফ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
ভিডিওতে কেকেআরের সদস্যদের বাংলা বলতে দেখা দেয়। কেকেআৎ কোচ বলেন, “বল মারব এখানে, পড়বে গ্যালারির মাঝখানে।” ভরত অরুণ বলেন, “চ্যালেঞ্জ নিবি না কেকেআরের সাথে।” বাংলা বলার পরই মিষ্টি মুখ সারেন সকলে। কেকেআরের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে ফ্যানেরাও তাদের প্রিয় দল ও তারকাদের নববর্ষের শুভেচ্ছা জানান। বাঙালি খাবারও খেতে দেখা যায় কেকেআর তারকাদের।
আরও পড়ুনঃ KKR vs PBKS: ভাল খেলেও দল থেকে বাদ! পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর খেলবেন নতুন তারকা!
প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় আইপিএলের বড় ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। নববর্ষে ফ্যানেদের জয় উপহার দিতে মরিয়া নাইট শিবির।