দিল্লির কীর্তিনগর এলাকায় এই ঘটনা তাঁর সঙ্গে ঘটে৷ মারওহা দাবি করেন তিনি চেনেন না এমন দুই বাইকার তাঁকে স্টক করছিল এবং তাঁর গাড়ি ফলো করে৷ মারহা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন দুই বাইকার যাঁরা তাঁর গাড়ি ফলো করছিল তারা তাঁর গাড়িতে ধাক্কাও মারে৷ কোনওরকমে বাড়ি ফেরেন তিনি৷ এরপর তিনি পুলিশকে গোটা ঘটনার বিষয়ে অভিযোগও করেন৷
advertisement
প্রথমে পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে৷ তারা এও পরামর্শ দেয় পরেরবার এরকম ঘটনা ঘটলে তখন জানাতে৷ এরপর এক ট্যুইটার ব্যবহারকারী এই ছবিটা তুলে নিজের হ্যান্ডেল থেকে শেয়ার করে৷
তিনি নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এই মাত্র দেখলাম নীতিশ রানার স্ত্রী -র ইনস্টাগ্রাম স্টোরি (সাচি মারওহা), দুজন মানুষ তাঁর গাড়িতে ধাক্কা মারে তাঁকে ফলো করে এরপরেও দিল্লি পুলিশ বলেছে এই বিষয়টি ছেড়ে দিতে যেহেতু তারা চলে গেছে৷ এটা মেনে নেওয়া যায় না৷’’
আরও দেখুন
দিল্লি পুলিশ পরে জানিয়েছে এই ঘটনায় তারা একজনকে গ্রেফতার করেছে৷ যার বিরুদ্ধে স্টকিংয়ের অভিযোগ রয়েছে৷ সেই ব্যক্তি কেকেআর অধিনায়ক নীতিশ রানার বউয়ের পিছু ধাওয়া করছিল৷
শুক্রবার দিন কীর্তিনগর পুলিশ স্টেশনে ইমেলের মাধ্যমে কমপ্লেন দায়ের করা হয়৷ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে৷ ছত্তরপুরে নিজের গাড়ি করে ফিরে যাচ্ছিলেন তিনি৷ কাজ শেষে ফিরছিলেন নীতিশের স্ত্রী৷ এমনটাই জানিয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ঘনশ্যাম বনসল৷
সাচি মারওহা ফের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান৷
এদিকে আজ কেকেআর ফের মাঠে খেলতে নামছে৷ নীতিশ রানার অধিনায়কত্বে কেকেআর খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে৷ এই মুহূর্তে চারটি মাত্র ম্যাচ জিতে পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে৷