TRENDING:

KKR- অধিনায়ক নীতিশ রানার সুন্দরী স্ত্রীকে রাস্তায় হেনস্তা, তারপর ঠিক যা যা হল...

Last Updated:

IPL 2023: নীতিশ রানার স্ত্রী হলেন হেনস্তা, দিল্লি পুলিশের কাণ্ডে উত্তাল নেট দুনিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আইপিএলের দল কেকেআরের অধিনায়ক নীতিশ রানার স্ত্রীকে রাস্তায় লাঞ্ছনার শিকার হতে হল৷ দিল্লিতে নিজের কর্মস্থল থেকে ফেরার সময় নাকাল হতে হয় সাচি মারহাকে এই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়৷ নিজের সঙ্গে হওয়া এই বাজে ঘটনার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে জানান তিনি৷
নীতিশ রানার স্ত্রী রাস্তায় লাঞ্ছনার শিকার
নীতিশ রানার স্ত্রী রাস্তায় লাঞ্ছনার শিকার
advertisement

দিল্লির কীর্তিনগর এলাকায় এই ঘটনা তাঁর সঙ্গে ঘটে৷ মারওহা দাবি করেন তিনি চেনেন না এমন দুই বাইকার তাঁকে স্টক করছিল এবং তাঁর গাড়ি ফলো করে৷ মারহা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন দুই বাইকার যাঁরা তাঁর গাড়ি ফলো করছিল তারা তাঁর গাড়িতে ধাক্কাও মারে৷ কোনওরকমে বাড়ি ফেরেন তিনি৷ এরপর তিনি পুলিশকে গোটা ঘটনার বিষয়ে অভিযোগও করেন৷

advertisement

প্রথমে পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে৷ তারা এও পরামর্শ দেয় পরেরবার এরকম ঘটনা ঘটলে তখন জানাতে৷ এরপর এক ট্যুইটার ব্যবহারকারী এই ছবিটা তুলে নিজের হ্যান্ডেল থেকে শেয়ার করে৷

তিনি নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এই মাত্র দেখলাম নীতিশ রানার স্ত্রী -র ইনস্টাগ্রাম স্টোরি (সাচি মারওহা), দুজন মানুষ তাঁর গাড়িতে ধাক্কা মারে তাঁকে ফলো করে এরপরেও দিল্লি পুলিশ বলেছে এই বিষয়টি ছেড়ে দিতে যেহেতু তারা চলে গেছে৷  এটা মেনে নেওয়া যায় না৷’’

advertisement

আরও দেখুন

দিল্লি পুলিশ পরে জানিয়েছে এই ঘটনায় তারা একজনকে গ্রেফতার করেছে৷ যার বিরুদ্ধে স্টকিংয়ের অভিযোগ রয়েছে৷ সেই ব্যক্তি কেকেআর অধিনায়ক নীতিশ রানার বউয়ের পিছু ধাওয়া করছিল৷

শুক্রবার দিন কীর্তিনগর পুলিশ স্টেশনে ইমেলের মাধ্যমে কমপ্লেন দায়ের করা হয়৷ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে৷ ছত্তরপুরে নিজের গাড়ি করে ফিরে যাচ্ছিলেন তিনি৷ কাজ শেষে ফিরছিলেন নীতিশের স্ত্রী৷ এমনটাই জানিয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ঘনশ্যাম বনসল৷

advertisement

সাচি মারওহা ফের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে আজ কেকেআর ফের মাঠে খেলতে নামছে৷ নীতিশ রানার অধিনায়কত্বে কেকেআর খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে৷ এই মুহূর্তে চারটি মাত্র ম্যাচ জিতে পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
KKR- অধিনায়ক নীতিশ রানার সুন্দরী স্ত্রীকে রাস্তায় হেনস্তা, তারপর ঠিক যা যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল