আরও পড়ুন: বৃষ্টিতেও বন্ধ হবে না খেলা! সব রকম আবহাওয়ার জন্য তৈরি হচ্ছে বিশেষ ক্রিকেট স্টেডিয়াম
এর মধ্যেই জানা যায় ৫ জুলাই কেকেআরের হয়ে ফেয়ারওয়েল ভিডিও শ্যুট করতে কলকাতায় হাজির হয়েছিলেন গম্ভীর। আর আজ বোর্ড সচিব জয় শাহ ভারতের কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণার পরে প্রকাশিত হল গম্ভীরের সেই ফেয়ারওয়েল ভিডিও। কেকেআরের হয়ে গম্ভীরের অবদান কম নয়। অধিনায়ক হিসাবে দুটো আইপিএল জিতিয়েছেন কলকাতাকে। ২০২৪ মরসুমে প্রথম বার মেন্টর হয়ে এসে তৃতীয় আইপিএল জিতিয়েছেন কলকাতাকে। তাই তাঁর বিদায় যে সাদামাটা হবে না তা জানাই ছিল।
advertisement
গম্ভীরের নাম ভারতের কোচ হিসাবে ঘোষণার পরে কেকেআরের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের আইপিএল জয়ের বেশ কিছু মুহূর্ত-সহ, তাঁর কোচিংয়ের কিছু মুহূর্তও। আবার কখনও গম্ভীর কলকাতার কোচ হয়ে আসবেন কি না জানা নেই, তবে কলকাতাকে তাঁর দেওয়া তিনটি আইপিএল স্মরণীয় হয়ে থাকবে।