TRENDING:

সিন্ধু-দীপা-সাক্ষীকে খেলরত্ন , দ্রোণাচার্য সম্মান বিশ্বেশ্বর নন্দীকে

Last Updated:

সিন্ধু, দীপা-সহ এবছর খেলরত্ন পাচ্ছেন শ্যুটার জিতু রাই এবং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী মালিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সব অপেক্ষার অবসান ৷ রিও অলিম্পিকে এবার দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের মন জয় করে নিয়েছেন পিভি সিন্ধু এবং দীপা কর্মকার ৷ ব্যাডমিন্টনে দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে রূপো জিতেছেন সিন্ধু ৷ অপরদিকে অল্পের জন্য পদক হাতছাড়া করলেও সারা দেশের এখন নয়নের মণি ত্রিপুরার জিমন্যাস্ট দীপা কর্মকার ৷ এই দু’জনই যে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেনই, তা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ সোমবার তাতে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার ৷ সিন্ধু, দীপা-সহ এবছর খেলরত্ন পাচ্ছেন শ্যুটার জিতু রাই এবং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী মালিক ৷
advertisement

খেলরত্নের পাশাপাশি অর্জুন পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার অজিঙ্কা রাহানে , স্প্রিন্টার ললিতা বব্বর, বক্সার শিবা থাপা এবং শ্যুটার অপূর্বী চাণ্ডিলা -সহ সবমিলিয়ে মোট ১৫ জন অ্যাথলিট ৷ এখানেই অবশ্য শেষ হচ্ছে না পুরস্কারের তালিকা ৷ দেশের সেরা কোচ হিসেবে দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী ৷ এছাড়া অ্যাথলেটিক্সে নাগাপুরি রমেশ, বক্সিংয়ে সাগর মাল ধয়াল, ক্রিকেটে রাজ কুমার শর্মা , সুইমিংয়ে প্রদীপ কুমার এবং কুস্তিতে মহাবীর সিং-ও এবছর দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
সিন্ধু-দীপা-সাক্ষীকে খেলরত্ন , দ্রোণাচার্য সম্মান বিশ্বেশ্বর নন্দীকে