টি২০ বিশ্বকাপের সময় একটি বিজ্ঞাপনের প্রচার হয়েছিল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থরা সেই বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। বিজ্ঞাপনের বিষয় ছিল, ভারতীয় দলের এই ক্রিকেটাররা জীবনে অন্য কিছু পেশা হিসেবে বাছলে সফল হতেন না। তাঁরা ক্রিকেটার হয়েছেন বলেই এতটা সফল।
আরও পড়ুন- রোনাল্ডোর জন্য অনুশোচনা নেই! 'যা করেছি বেশ করেছি' বললেন পর্তুগাল কোচ সান্তোস
advertisement
রোহিত,পন্থরা সেই বিজ্ঞাপনে বলছিলেন, তাঁরা নিজেদের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ছুটেছেন। আর তার জন্য নিজের সিদ্ধান্ত নিয়ে তাঁদের গর্ববোধ হয়। তবে এই গর্বের কথা বলতে গিয়ে তাঁরা দেশের সম্পদের গরিমা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন।
বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, শাস্ত্রীর সঙ্গীত শিল্পী হিসেবে পন্থ যা নয় তাই গাইছেন। মঞ্চে উঠে অদ্ভুত অঙ্গভঙ্গি করে গাইছেন তিনি। হাত-পা ছুড়ছেন। শাস্ত্রীয় সঙ্গীত মানে সাধনা। বহু বছর সেই সাধন-ভজন করতে হয়। শাস্ত্রীর সঙ্গীতের তাল, লয়, সুরের মূর্ছনা এতটাই কঠিন যে শিল্পীকে মার্গ ছুঁতে যথেষ্ট পরিশ্রম করতে হয়।
শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিটি সুর, আলাপ নিঁখুত করতে শিল্পীকে যথেষ্ট বেগ পেতে হয়। প্রচুর অধ্যবসায়, পরিশ্রম থাকে তার পিছনে। তবে ঋষভ পন্থ সেসব না বুঝেই বিজ্ঞাপনে একজন শিল্পীকে খোরাক হিসেবে তুলে ধরেন। তাতেই আপত্তি জানান কৌশিকী। তবে কৌশিকীর আপত্তির পর ঋষভ পন্থ সেই বিজ্ঞাপন নিজের টুইটার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন।
আরও পড়ুন- বিরাট অনুষ্কার বিয়ের জন্মদিন! পঞ্চম বর্ষে অনন্ত ভালোবাসার শপথ কিং কোহলির
কৌশিকী চক্রবর্তী একটি টুইট করে জানান, পন্থের প্রতি আমার কোনও ব্যক্তিগত আক্রোশ নেই। ও টুইটার প্রোফাইল থেকে সেই বিজ্ঞাপন ডিলিট করেছে, এটা দেখে ভাল লাগল। এই বিজ্ঞাপন সব প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলতে ওর সাহায্য চাই। ও জীবনে আরও উন্নতি করুক।