TRENDING:

মাঠে বল করছেন নাসিম শাহ, করাচির গ্যালারিতে উঠল `ঊর্বশী উর্বশী' আওয়াজ!

Last Updated:

Karachi crowd chants Urvashi Rautela name as Naseem Shah bowls against England. মাঠে বল করছেন নাসিম শাহ, করাচির গ্যালারিতে উঠল `ঊর্বশী উর্বশী' আওয়াজ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা এবং সুব্যবস্থা দেখার মত করেছে পিসিবি। সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে প্রথমটি হয়ে গেল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। পাকিস্তান হেরেছে ৬ উইকেটে। তবে লড়াই করেছে বাবর, রিজওয়ান, হারিস রউফরা। কিন্তু একটি মজার ঘটনার সাক্ষী থেকেছেন মাঠে উপস্থিত দর্শকরা।
ঊর্বশীর নামে নাসিমকে আওয়াজ গ্যালারি থেকে
ঊর্বশীর নামে নাসিমকে আওয়াজ গ্যালারি থেকে
advertisement

পাকিস্তানের তরুন ফাস্ট বোলার নাসিম শাহ বল করতে এলেই গ্যালারিতে উঠেছে ' ঊর্বশী উর্বশী' আওয়াজ। আসলে এর কারণ সকলেই জানেন। ভারতীয় অভিনেত্রী ঊর্বশী রাওতেলার সঙ্গে আগে জড়িয়েছিল ঋষভ পন্থর নাম। শেষ কয়েক মাস শোনা যাচ্ছে নাসিম শাহের নাম। সেই এশিয়া কাপ থেকে চলছে এই নাটক। ভারত পাকিস্তানের দুটি ম্যাচ দেখতে দুবাইয়ের মাঠে উপস্থিত ছিলেন উর্বশী।

advertisement

আরও পড়ুন - শামি, বুমরাহ ছাড়া কোনও গতি নেই ভারতের, আর কবে বুঝবেন রোহিত শর্মা?

পরে নিজের সোশ্যাল মিডিয়ায় নাসিমকে জুড়ে দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এমনভাবে ভিডিওটি বানানো হয় যেন দেখে মনে হচ্ছে উর্বশীকে দেখে হেসেছেন পাক তারকা। কিন্তু ব্যাপারটা আদৌ সেরকম ছিল না। যে কারণে ট্রোলড হতে হয়েছিল বলিউড নায়িকাকে। তবে করাচির গ্যালারিতে যখন নাসিমকে শুনিয়ে উর্বশীর নামে আওয়াজ উঠেছিল কোনরকম রিঅ্যাকট করতে দেখা যায়নি পেস তারকাকে।

advertisement

অতীতে নাসিম জানিয়েছিলেন তিনি জানেন না কে এই উর্বশী। কেন মানুষ তার সঙ্গে বলিউড অভিনেত্রীর নাম জড়াচ্ছেন বুঝতে পারছেন না তিনি। কিন্তু পরে দেখা যায় নাসিম যতটা সাদাসিধে সাজার চেষ্টা করেছিলেন, ততটা সাদাসিধে তিনি নন। টুইটারে উর্বশীর সঙ্গে যোগাযোগ ছিল তার। পরে যদিও ওই অ্যাকাউন্ট থেকে সরে যান পাক তারকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নাসিম জানিয়েছিলেন তিনি এসব নিয়ে খুব একটা ভাবিত নন। নিজের ক্রিকেট ক্যারিয়ার এবং দলকে জেতানোর জন্যই সম্পূর্ণ মননিবেশ করতে চান তিনি। তবে দর্শকরা আর তা শুনবেন কেন! সত্যি হোক বা গুজব! তারা দেদার ক্রিকেট উপভোগ করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মাঠে বল করছেন নাসিম শাহ, করাচির গ্যালারিতে উঠল `ঊর্বশী উর্বশী' আওয়াজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল