পাকিস্তানের তরুন ফাস্ট বোলার নাসিম শাহ বল করতে এলেই গ্যালারিতে উঠেছে ' ঊর্বশী উর্বশী' আওয়াজ। আসলে এর কারণ সকলেই জানেন। ভারতীয় অভিনেত্রী ঊর্বশী রাওতেলার সঙ্গে আগে জড়িয়েছিল ঋষভ পন্থর নাম। শেষ কয়েক মাস শোনা যাচ্ছে নাসিম শাহের নাম। সেই এশিয়া কাপ থেকে চলছে এই নাটক। ভারত পাকিস্তানের দুটি ম্যাচ দেখতে দুবাইয়ের মাঠে উপস্থিত ছিলেন উর্বশী।
advertisement
আরও পড়ুন - শামি, বুমরাহ ছাড়া কোনও গতি নেই ভারতের, আর কবে বুঝবেন রোহিত শর্মা?
পরে নিজের সোশ্যাল মিডিয়ায় নাসিমকে জুড়ে দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এমনভাবে ভিডিওটি বানানো হয় যেন দেখে মনে হচ্ছে উর্বশীকে দেখে হেসেছেন পাক তারকা। কিন্তু ব্যাপারটা আদৌ সেরকম ছিল না। যে কারণে ট্রোলড হতে হয়েছিল বলিউড নায়িকাকে। তবে করাচির গ্যালারিতে যখন নাসিমকে শুনিয়ে উর্বশীর নামে আওয়াজ উঠেছিল কোনরকম রিঅ্যাকট করতে দেখা যায়নি পেস তারকাকে।
অতীতে নাসিম জানিয়েছিলেন তিনি জানেন না কে এই উর্বশী। কেন মানুষ তার সঙ্গে বলিউড অভিনেত্রীর নাম জড়াচ্ছেন বুঝতে পারছেন না তিনি। কিন্তু পরে দেখা যায় নাসিম যতটা সাদাসিধে সাজার চেষ্টা করেছিলেন, ততটা সাদাসিধে তিনি নন। টুইটারে উর্বশীর সঙ্গে যোগাযোগ ছিল তার। পরে যদিও ওই অ্যাকাউন্ট থেকে সরে যান পাক তারকা।
নাসিম জানিয়েছিলেন তিনি এসব নিয়ে খুব একটা ভাবিত নন। নিজের ক্রিকেট ক্যারিয়ার এবং দলকে জেতানোর জন্যই সম্পূর্ণ মননিবেশ করতে চান তিনি। তবে দর্শকরা আর তা শুনবেন কেন! সত্যি হোক বা গুজব! তারা দেদার ক্রিকেট উপভোগ করেছেন।