কপিল শর্মা এদিন বীরেন্দ্র শেহওয়াগকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, বীরু একবার বলেছিলেন, তিনি এবং তাঁর সতীর্থ ক্রিকেটার হরভজন সিং এবং যুবরাজ সিং নিজেদের ইংরেজির উন্নতি করার জন্য তাঁদের স্ত্রীদের সঙ্গে বিয়ে করেছিলেন। কপিল শর্মা বলেন, "বীরু ভাই গতবার খুব ভাল উত্তর দিয়েছিলেন। বলেছিলেন - দেখো, আমি বা ভাজ্জি বা যুবি, আমরা এমন মেয়েদের বিয়ে করেছি যাদের জন্য আমাদের ইংরেজি উন্নত হতে পারে।" কপিল শর্মার পুরনো কথা তুলতেই বীরেন্দ্র শেহওয়াগ বললেন, "হ্যাঁ। কপিল পাজিও (কপিল দেব )আমাদের মধ্যে একজন ছিলেন।" বীরেন্দ্র শেহওয়াগের এই কথা শুনে সবাই হাসতে শুরু করেন।
advertisement
আরও পড়ুন- IPL 2021: বাবা আউট হতেই যা করল AB De Villiers- ছেলে, মাঠের Video Viral
কপিল দেব রোমি দেবকে বিয়ে করেছিলেন। শেহওয়াগ আরতি আহলাওয়াতকে বিয়ে করেছেন। ২০০৪ সালে সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০০১ সালে শেহওয়াগের অভিষেক হওয়ার দুবছর পর। এদিকে হরভজন সিং অভিনেত্রী গীতা বসরাকে বিয়ে করেন। সম্প্রতি, হরভজন এবং গীতা পুত্র সন্তানের বাবা -মা হয়েছেন। হরভজনের মতো, যুবরাজ সিং ২০১৬ সালে অভিনেত্রী হেজেল কিচকে বিয়ে করেছিলেন।
শো-এর এই পর্বে শেহওয়াগ এবং কাইফ তাঁদের ক্রিকেট জীবনের দিনগুলিতে ড্রেসিংরুমের মজার অনেক গল্প শেয়ার করেছেন। কাইফ বলছিলেন, বীরু তাঁকে এবং যুবরাজকে একটি সিরিজের জন্য বাছাই হওয়ার পরেও টিটকিরি দিয়েছিল। কারণ তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। কাইফ জানালেন, শেহওয়াগ যে গানটি গেয়ে তাঁকে তিরস্কার করেছিলেন তা হল, “ক্যায়সে ক্যায়সে কো দিয়া হ্যায়, আইসে ভাইসে কো দিয়া হ্যায়। হমকো ভি তো লিফট করা দে। "