ধৃত তিন বুকির সঙ্গে কানপুরে ওইদিন ম্যাচ চলাকালীন বান্টি নামের একজন বুকির টেলিফোনে সবসময় যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ ওই বুকি রাজস্থানের আজমেঢ়ের ৷ সেই বান্টির সঙ্গেই গুজরাটের দুই ক্রিকেটারের যোগ থাকতে পারে বলে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে মনে করছে পুলিশ ৷ যদি পুলিশের আশঙ্কা শেষপর্যন্ত সত্যি হয় এবং বুকিদের সঙ্গে কোনও ক্রিকেটারের যোগ সত্যি পাওয়া যায়, তাহলে অভিযুক্ত ক্রিকেটারদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে কানপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ বুকিদের মোবাইল ঘেঁটেও তাই দেখা হচ্ছে ৷
advertisement
এদিকে কানপুর এবং আজমেঢ়ের পুলিশের যৌথ হানায় বুকি বান্টি কোনওক্রমে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ২৫টি মোবাইল , তিনটে ল্যাপটপ এবং প্রচুর ডায়েরি উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলো ঘেঁটে দেখা হচ্ছে, তার থেকে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত কোনও তথ্য বেরোয় কী না ৷