মাঠ ছাড়ার সময় আক্রমণভাগের স্তম্ভ দিমিত্রি পেত্রাতোস বললেন, কাপটা নিয়েই গোয়া থেকে ফিরব। স্কোরশিটে কার নাম উঠল তা বিবেচ্য নয়, ট্রফি জয়টাই জরুরি। জানি, বিএফসি ও হায়দরাবাদের খেলার ধরন প্রায় এক। তাই আমায় কড়া মার্কিংয়েই রাখা হবে। আর সেই সুযোগ কাজে লাগাবে বাকিরা।
অনুশীলনের পর টিম বাসে চেপে বিমানবন্দরে গেলেন প্রীতমরা। গোয়ায় পৌঁছে স্টেডিয়াম পৌঁছে যান কোচ হুয়ান ফেরান্দো। এদিকে, মোহন বাগানের মিডিও গ্লেন মার্টিন্স ও লিস্টন কোলাসো গোয়ার ভূমিপুত্র। ঘরের মাঠে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া তাঁরা। গ্লেনের কথায়, প্রথমবার আইএসএল ফাইনাল খেলতে চলেছি। ফাতোরদার নেহরু স্টেডিয়ামে ছোট থেকে খেলছি।
advertisement
প্রতিটি ঘাস আমার চেনা। তাই এই মাঠে চ্যাম্পিয়ন হতে পারলে বাড়তি তৃপ্তি পাব। মোহনবাগানের রক্ষণের অন্যতম স্তম্ভ স্লাভকো ডামজানোভিচের মন্তব্য, আমার দুই মেয়ে ও এক ছেলেকে ট্রফিটা উপহার দিতে চাই। ডার্বি জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। এখনও পর্যন্ত ওটাই আমার সেরা ম্যাচ।
তবে এখন ভাবনায় শুধুই বেঙ্গালুরু এফসি। এদিকে, ফাইনাল দেখতে শনিবার গোয়ায় হাজির থাকবেন জনি কাউকো। চোটের জেরে মরশুমের মাঝপথেই দল ছেড়েছিলেন ফিনল্যান্ডের এই তারকা মিডিও। দেশে ফিরে রিহ্যাব করছিলেন। তবে ফাইনালে সতীর্থদের উদ্বুদ্ধ করতে শুক্রবারই টিম হোটেলে পৌঁছে গেছেন জনি।
জনি মনে করেন তাকে ছাড়াই দুর্দান্ত ফুটবল খেলেছে মোহনবাগান। আর মাত্র একটা ম্যাচ অর্থাৎ ফাইনাল। তিনি বিশ্বাস করেন দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের সব কিছু উজাড় করে দেবেন শনিবার মাঠে। ভারতবর্ষে প্রথম ট্রফি জয়ের অপেক্ষায় ইউরো কাপ খেলা ফুটবলার।