এবার জানা গেল এক নিরাপত্তারক্ষী মারা গিয়েছেন। তা-ও আবার সেই স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হবে রবিবার। কেনিয়া থেকে এসেছিলেন সেই নিরাপত্তারক্ষী জন কিবু। ২৪ বছরের সেই ব্যক্তি স্টেডিয়ামের একটি উঁচু জায়গা থেকে পড়ে যান। ১০ ডিসেম্বর সেই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন - 'চার বছর পর পৃথিবীতে থাকব না'! বেঁচে থেকেই মেসির হাতে কাপ দেখতে চান পেলে
advertisement
সেদিন আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল লুসাইলে নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর জানিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ বলেন, মঙ্গলবার হাসপাতালে মারা যান উনি। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হল না। তাঁর পরিবার, বন্ধুদের সমবেদনা জানাই। ওই নিরাপত্তা রক্ষীর বোন অবশ্যই জানিয়েছেন শুধু সমবেদনা জানিয়ে দায় সেরে দিলে হবে না, প্রকৃত কারণ দেখাতে হবে পরিবারকে। তাদের কেস লড়ার মত পয়সা নেই, কিন্তু তারা এই মৃত্যুর আসল কারণ জানতে চান।
বিভিন্ন মানবাধিকার কমিশনকেও এই ব্যাপারে যোগাযোগ করা হবে পরিবারের তরফ থেকে। ফিফা জানিয়েছে ওই কেনিয়ার নিরাপত্তা রক্ষার মৃত্যুর কারণ দেখা হবে খতিয়ে। গরিব বলে তারা এড়িয়ে যাবে ব্যাপারটা এমন নয়। কিন্তু সেটা আদৌ মুখের কথা না কাজে করে দেখানো হবে উত্তর দেবে সময়।