TRENDING:

কাতার বিশ্বকাপে আবার মৃত্যু! সাংবাদিকের পর এবার জীবন গেল নিরাপত্তা রক্ষীর

Last Updated:

John Njue Kibue security guard from Kenya dies after falling from Lusail stadium in Qatar World Cup. রক্তাক্ত কাতার বিশ্বকাপ, স্টেডিয়াম থেকে পড়ে মৃত্যু নিরাপত্তা রক্ষীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: কাতার বিশ্বকাপে আবার মৃত্যুর খবর। এই নিয়ে তিনটে। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। রহস্যের গন্ধ পাওয়া গেলেও রহস্য ভেদ করা যাবে এমন গ্যারান্টি নেই। কিভাবে, কেন উত্তর পাওয়া বড্ড কঠিন। রাজার দেশে আপন নিয়ম বলে কথা! কাতারে বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ধরনের বিতর্ক চলছিল। দু’জন সাংবাদিক মারা যাওয়ার খবর আগেই সামনে এসেছিল।
কেনিয়ার নিরাপত্তা রক্ষী কিবু পড়ে মারা গেলেন স্টেডিয়ামের ছাদ থেকে
কেনিয়ার নিরাপত্তা রক্ষী কিবু পড়ে মারা গেলেন স্টেডিয়ামের ছাদ থেকে
advertisement

এবার জানা গেল এক নিরাপত্তারক্ষী মারা গিয়েছেন। তা-ও আবার সেই স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হবে রবিবার। কেনিয়া থেকে এসেছিলেন সেই নিরাপত্তারক্ষী জন কিবু। ২৪ বছরের সেই ব্যক্তি স্টেডিয়ামের একটি উঁচু জায়গা থেকে পড়ে যান। ১০ ডিসেম্বর সেই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন - 'চার বছর পর পৃথিবীতে থাকব না'! বেঁচে থেকেই মেসির হাতে কাপ দেখতে চান পেলে

advertisement

সেদিন আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল লুসাইলে নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর জানিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ বলেন, মঙ্গলবার হাসপাতালে মারা যান উনি। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হল না। তাঁর পরিবার, বন্ধুদের সমবেদনা জানাই। ওই নিরাপত্তা রক্ষীর বোন অবশ্যই জানিয়েছেন শুধু সমবেদনা জানিয়ে দায় সেরে দিলে হবে না, প্রকৃত কারণ দেখাতে হবে পরিবারকে। তাদের কেস লড়ার মত পয়সা নেই, কিন্তু তারা এই মৃত্যুর আসল কারণ জানতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিভিন্ন মানবাধিকার কমিশনকেও এই ব্যাপারে যোগাযোগ করা হবে পরিবারের তরফ থেকে। ফিফা জানিয়েছে ওই কেনিয়ার নিরাপত্তা রক্ষার মৃত্যুর কারণ দেখা হবে খতিয়ে। গরিব বলে তারা এড়িয়ে যাবে ব্যাপারটা এমন নয়। কিন্তু সেটা আদৌ মুখের কথা না কাজে করে দেখানো হবে উত্তর দেবে সময়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কাতার বিশ্বকাপে আবার মৃত্যু! সাংবাদিকের পর এবার জীবন গেল নিরাপত্তা রক্ষীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল