TRENDING:

২০১১ সঙ্গে ২০২৫-এর অদ্ভূত মিল! কাপ আসছে ভারতের ঘরে! আশায় বুক বাঁধছে দেশ

Last Updated:

Jemimah Rodrigues Gautam Gambhir Similar Photo Goes Viral: মহিলা বিশ্বকাপের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। এই জয়ের মূল কারিগর মুম্বইয়ের জেমাইমা রড্রিগেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিলা বিশ্বকাপের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। এই জয়ের মূল কারিগর মুম্বইয়ের জেমাইমা রড্রিগেজ। তাঁর অপরাজিত ১২৭ রানের ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর সেই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে এক পাশে ২০১১ সালের কাদায় মাখা গৌতম গম্ভীর, অন্য পাশে জেমিমার ঠিক একইরকমের জার্সি।
News18
News18
advertisement

২০১১ সালের এপ্রিলের সেই রাত আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে সচিন আউট হওয়ার পর পুরো দায়িত্ব কাঁধে নেন গৌতম গম্ভীর। মাঠে নিজের সর্বস্বটা উজার করে দিয়ে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। আর সেই ইনিংসেই ভারতের বিশ্বকাপ জয়ের ভিত রচনা করেছিল। তাঁর কাঁদা মাখা নীল জার্সি হয়ে ওঠে ত্যাগ, পরিশ্রম ও দেশপ্রেমের প্রতীক। গম্ভীর নিজেও পরে বলেছিলেন— “সেঞ্চুরি মিস করার কষ্ট আছে, কিন্তু দেশের জয়ই আসল পুরস্কার।”

advertisement

১৪ বছর পর সেই মুম্বইয়েরই মাঠে আরেকটি ইতিহাস গড়লেন জেমাইমা রড্রিগেস। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল দুর্বল। কিন্তু জেমাইমা আর হরমনপ্রীত কউরের সঙ্গে ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান— তাঁর ইনিংসেই ভারত মহিলাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় রান চেজ সম্পূর্ণ করে ফাইনালে পৌঁছায়।

advertisement

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই জেমাইমার ছবি ছড়িয়ে পড়ে। কেউ তাঁকে বলেছেন “ক্রিকেট কুইন”, কেউ বা “ভারতের শেরনি”। অনেকেই গম্ভীরের কাদামাখা জার্সির সঙ্গে জেমাইমার জার্সিকে পাশাপাশি রেখে লিখেছেন— “জার্সি আলাদা, কিন্তু জেদ এক।” দু’জনেই প্রবল চাপের মধ্যে থেকে দলকে জিতিয়েছেন, দু’জনের মধ্যেই দেখা গেছে দেশের জন্য অক্লান্ত লড়াইয়ের স্পিরিট।

আরও পড়ুনঃ Indian Women Cricket Team: অস্ট্রেলিয়ার দম্ভ মাটিতে মিশিয়ে ৫টি বিশ্বরেকর্ড গড়ল ভারত, এবার টার্গেট ফাইনাল জয়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৌন বনেগা...! আপনিও জিততে পারেন লক্ষ লক্ষ টাকা, বিরাট আয়োজন পুরুলিয়ায়
আরও দেখুন

গম্ভীরের ২০১১ সালের ইনিংস ভারতকে এনে দিয়েছিল বিশ্বকাপ, আর জেমাইমার ২০২৫ সালের শতরান ভারতকে নিয়ে গেল ফাইনালে। এই মিল দেখে অনেকেই মনে করছেন এবার কাপ আসছে ভারতের ঘরে। আজ গোটা দেশ গর্বে উচ্ছ্বসিত— ভারতের মেয়েরা শুধু জয়ই আনেনি, ফিরিয়ে এনেছে সেই পুরনো আবেগ, সেই বিশ্বাস— “ভারত আবার পারবে।”

বাংলা খবর/ খবর/খেলা/
২০১১ সঙ্গে ২০২৫-এর অদ্ভূত মিল! কাপ আসছে ভারতের ঘরে! আশায় বুক বাঁধছে দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল