এই মুহূর্তে স্পোর্টস মেডিসিনের খুব নামকরা সার্জেন তিনি। তাই দেশের ডাক্তারদের আগে এই কিউই ডাক্তারের ওপরেই ভরসা রেখেছে বিসিসিআই। গত ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ভারতের নামী পেসার। সেই জন্যই এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে খেলতে পারেননি। টি ২০ বিশ্বকাপে একটি ম্যাচে খেললেও পরের ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিলেন।
বুমরাকে ওয়ান ডে বিশ্বকাপে খেলানোর জোর চেষ্টা চালানো হচ্ছে। তাই দেশের চিকিৎসকদের ওপর ভরসা না করে তাঁকে পাঠানো হল নিউজিল্যান্ডে। বুমরাহ থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য অনেক। বিশেষ করে ডেথ ওভারে তার রান আটকে রাখার যোগ্যতা অনেকের থেকে ভাল। নতুন বলেও উইকেট নিতে পারেন। তাই হাতে সময় কম থাকায় বুমরাকে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ করে তুলতে কোনওরকম ফাঁক রাখতে চায় না বিসিসিআই।
শোনা যাচ্ছে বুমরার সঙ্গে গেছেন তার স্ত্রী সঞ্জনা গনেশন। শামি, সিরাজ এবং আরশদীপ তৈরি থাকছেন। কিন্তু বুমরাহ ফিরলে ভারতের শক্তি অনেকটাই বেড়ে যাবে। তাই নিজেদের সেরা অস্ত্রকে সেরা চিকিৎসা দিতে দেরি করেনি বিসিসিআই।