TRENDING:

IND vs ENG: রাঁচিতে দলের সঙ্গে নেই জসপ্রীত বুমরাহ! কোথায় গেলেন তারকা পেসার

Last Updated:

India vs England 4th Test:মঙ্গলবার বিকেলে রাঁচিতে পৌছায় ভারতীয় দল। কিন্তু দলের অন্যান্য পেসারদের দেখা গেলেও দেখা মেলেনি তারকা পেসার জসপ্রীত বুমরাহের। ফলে হঠাৎ বুমরাহ কোথায় গেলেন তা নিয়ে শুরু হয় জল্পনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি: ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে রাজকোট টেস্ট জিতে ৫ ম্য়াচেল সিরিজে ২-১ লিড নিয়েছে টিম ইন্ডিয়া। আগামী শুক্রবার থেকে রাঁচিতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। মঙ্গলবার বিকেলে রাঁচিতে পৌছায় ভারতীয় দল। কিন্তু দলের অন্যান্য পেসারদের দেখা গেলেও দেখা মেলেনি তারকা পেসার জসপ্রীত বুমরাহের। ফলে হঠাৎ বুমরাহ কোথায় গেলেন তা নিয়ে শুরু হয় জল্পনা।
 জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহ
advertisement

ভারতীয় দল রাঁচিতে নামার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে দলের সঙ্গে রয়েছেন দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। কিন্তু নেই জসপ্রীত বুমরাহ। যদিও তৃতীয় ম্যাচর পর থেকেই শোনা যাচ্ছিল চতুর্থ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। তিনি রাঁচি না আসায় সেই খবরেই শিলমোহর পড়ল। সূত্রের খবর, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পঞ্চম টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন বুমরাহ।

advertisement

ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের জন্যই বুমরাহকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনটি ম্যাচ মিলিয়ে বুমরাহ ৮০.৫ ওভার বোলিং করেছেন তারকা পেসার। ১৩.৬৫-এর অনবদ্য গড়ে ১৭টি উইকেট নিয়েছেন। এত ওভার হয়ে যাওয়া ৩ টেস্টে কোনও ভারতীয় পেসার বল করেনি। সেই কারণেই বুনরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়ে থাকতে পারে।

advertisement

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন দেশ পায়ে হেঁটে এক দিনে ঘোরা যায়? উত্তর জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জসপ্রীত বুমরাহ না থাকায় রাঁচি টেস্টে ভারতীয় পেস অ্যাটাকের দায়িত্ব কে সামলাবেন সেই জল্পনায় এখন ঘোরা-ফেরা করছে ক্রিকেট প্রেমিদের মনে। বিমান বন্দরে মহম্মদ সিরাজের সঙ্গে দেখা গিয়েছে আকাশ দীপকে। চতুর্থ টেস্টে দলে ছিলেন না মুকেশ কুমার। ইজেনে রঞ্জি ম্যাচে ৫০ রানে ১০ উইকেট নিয়ে কেরিয়ারের বেস্ট দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে রাঁচি সিরাজের সঙ্গে দুই বঙ্গ পেসারের যে কোও একজনই সঙ্গী হতে চলেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: রাঁচিতে দলের সঙ্গে নেই জসপ্রীত বুমরাহ! কোথায় গেলেন তারকা পেসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল