ভারতীয় দল রাঁচিতে নামার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে দলের সঙ্গে রয়েছেন দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। কিন্তু নেই জসপ্রীত বুমরাহ। যদিও তৃতীয় ম্যাচর পর থেকেই শোনা যাচ্ছিল চতুর্থ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। তিনি রাঁচি না আসায় সেই খবরেই শিলমোহর পড়ল। সূত্রের খবর, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পঞ্চম টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন বুমরাহ।
advertisement
ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের জন্যই বুমরাহকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনটি ম্যাচ মিলিয়ে বুমরাহ ৮০.৫ ওভার বোলিং করেছেন তারকা পেসার। ১৩.৬৫-এর অনবদ্য গড়ে ১৭টি উইকেট নিয়েছেন। এত ওভার হয়ে যাওয়া ৩ টেস্টে কোনও ভারতীয় পেসার বল করেনি। সেই কারণেই বুনরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়ে থাকতে পারে।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন দেশ পায়ে হেঁটে এক দিনে ঘোরা যায়? উত্তর জানলে চমকে যাবেন
জসপ্রীত বুমরাহ না থাকায় রাঁচি টেস্টে ভারতীয় পেস অ্যাটাকের দায়িত্ব কে সামলাবেন সেই জল্পনায় এখন ঘোরা-ফেরা করছে ক্রিকেট প্রেমিদের মনে। বিমান বন্দরে মহম্মদ সিরাজের সঙ্গে দেখা গিয়েছে আকাশ দীপকে। চতুর্থ টেস্টে দলে ছিলেন না মুকেশ কুমার। ইজেনে রঞ্জি ম্যাচে ৫০ রানে ১০ উইকেট নিয়ে কেরিয়ারের বেস্ট দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে রাঁচি সিরাজের সঙ্গে দুই বঙ্গ পেসারের যে কোও একজনই সঙ্গী হতে চলেছেন।